নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০) ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেসবুক লাইভে এসে জানালেন, স্বামীর গ্রেপ্তারে তিনি মোটেই উদ্বিগ্ন বা দুঃখিত নন। বিপুল অর্থের বিনিময়ে স্বামীকে ছাড়িয়ে আনার প্রত্যয় তুলে ধরেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাজ্জাদের স্ত্রী ব্যঙ্গ করার সুরে বলেন, ‘আপনারা যারা ভাবতেছেন, আমার জামাই অ্যারেস্ট হয়েছে, আর কোনো দিন ফিরে আসবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাঁড়ি কাঁড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে।’
তামান্না আরও বলেন, ‘এ ঘটনা যারা ঘটিয়েছেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। এত দিন আমরা পলাতক ছিলাম। এখন আপনাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা শুরু করেছেন আপনারা, শেষ করব আমরা।’
নামে ছোট সাজ্জাদ হলেও সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাযজ্ঞে নিজেকে অনেক বড় ডন হিসেবে পরিচিত হয়েছেন ইতিমধ্যে। কথায় কথায় গুলি, ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ন্যাংটা করে পেটানোর হুমকি, পুলিশের ওপর বেপরোয়া গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজি এবং একের পর এক হত্যাকাণ্ড তাঁর কাছে সাধারণ বিষয়।
গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা সিটিতে জনতার হাতে ধরা পড়েন সাজ্জাদ। পরে তাঁকে চট্টগ্রামে নেয় পুলিশ। আজ তাঁকে চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘তাহসীন হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছোট সাজ্জাদকে আদালতে তোলার পর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ১৪ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার অদূরপাড়ায় জাগরণী সংঘ ক্লাব এলাকায় কালো রঙের প্রাইভেট কারে এসে সন্ত্রাসীরা তাহসীনকে গুলির পর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ ঘটনায় ২২ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি হত্যা মামলা করেন। ইট ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার মূর্তিমান আতঙ্ক ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। জুলাই ও সেপ্টেম্বরে আধিপত্য বিস্তার নিয়ে তিন মাসের ব্যবধানে গুলি করে তিনজনকে হত্যা, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নগরীতে এখন শীর্ষ সন্ত্রাসীর তকমা পেয়েছেন ছোট সাজ্জাদ। তাঁকে ধরতে একাধিকবার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয় পুলিশ।
গত বছরের ৫ ডিসেম্বরে নগরের অক্সিজেন মোড় এলাকায় তাঁকে ধরতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। তখন পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হন। তাঁকে ধরতে গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) কমিশনার হাসিব আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত ১৫টি মামলা রয়েছে। তিনি মূলত ভারতে অবস্থানরত সাজ্জাদ হোসেনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করেন। বায়েজিদ থানার আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি ছোট সাজ্জাদ।’
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০) ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেসবুক লাইভে এসে জানালেন, স্বামীর গ্রেপ্তারে তিনি মোটেই উদ্বিগ্ন বা দুঃখিত নন। বিপুল অর্থের বিনিময়ে স্বামীকে ছাড়িয়ে আনার প্রত্যয় তুলে ধরেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাজ্জাদের স্ত্রী ব্যঙ্গ করার সুরে বলেন, ‘আপনারা যারা ভাবতেছেন, আমার জামাই অ্যারেস্ট হয়েছে, আর কোনো দিন ফিরে আসবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাঁড়ি কাঁড়ি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে।’
তামান্না আরও বলেন, ‘এ ঘটনা যারা ঘটিয়েছেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। এত দিন আমরা পলাতক ছিলাম। এখন আপনাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা শুরু করেছেন আপনারা, শেষ করব আমরা।’
নামে ছোট সাজ্জাদ হলেও সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাযজ্ঞে নিজেকে অনেক বড় ডন হিসেবে পরিচিত হয়েছেন ইতিমধ্যে। কথায় কথায় গুলি, ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ন্যাংটা করে পেটানোর হুমকি, পুলিশের ওপর বেপরোয়া গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজি এবং একের পর এক হত্যাকাণ্ড তাঁর কাছে সাধারণ বিষয়।
গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা সিটিতে জনতার হাতে ধরা পড়েন সাজ্জাদ। পরে তাঁকে চট্টগ্রামে নেয় পুলিশ। আজ তাঁকে চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘তাহসীন হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছোট সাজ্জাদকে আদালতে তোলার পর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ১৪ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
গত ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার অদূরপাড়ায় জাগরণী সংঘ ক্লাব এলাকায় কালো রঙের প্রাইভেট কারে এসে সন্ত্রাসীরা তাহসীনকে গুলির পর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ ঘটনায় ২২ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি হত্যা মামলা করেন। ইট ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার মূর্তিমান আতঙ্ক ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। জুলাই ও সেপ্টেম্বরে আধিপত্য বিস্তার নিয়ে তিন মাসের ব্যবধানে গুলি করে তিনজনকে হত্যা, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নগরীতে এখন শীর্ষ সন্ত্রাসীর তকমা পেয়েছেন ছোট সাজ্জাদ। তাঁকে ধরতে একাধিকবার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয় পুলিশ।
গত বছরের ৫ ডিসেম্বরে নগরের অক্সিজেন মোড় এলাকায় তাঁকে ধরতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। তখন পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হন। তাঁকে ধরতে গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) কমিশনার হাসিব আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত ১৫টি মামলা রয়েছে। তিনি মূলত ভারতে অবস্থানরত সাজ্জাদ হোসেনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করেন। বায়েজিদ থানার আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি ছোট সাজ্জাদ।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে