Ajker Patrika

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২১: ৪৯
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার ভাটিয়ারী রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার কানু দাশের ছেলে বিপ্লব দাশ (২৩) এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির সিভিল স্টাফ ও যশোরের রবিউল হোসেনের ছেলে মো. আসিফ উদ্দিন (২৪)। 

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টার দিকে চট্টগ্রামমুখী তূর্ণা নিশিথা এক্সপ্রেস ভাটিয়ারী রেলস্টেশন এলাকা অতিক্রমকালে বিপ্লব দাশ নামের ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ট্রেনের নিচে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়ারী স্টেশন এলাকায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন বাংলাদেশ মিলিটারি একাডেমির সিভিল স্টাফ মো. আসিফ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত