চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
টানা ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় অধিকাংশ শিক্ষক বাসও চলতে পারেনি। ফলে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার দুপুরে পরীক্ষা স্থগিতর বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা। তিনি বলেন, আজ ২৫টি বিভাগের পরীক্ষা ছিল। এর মধ্যে ২২টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শাটল ট্রেনের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, অতিবৃষ্টির কারণে শাটল চলাচল বন্ধ রয়েছে। নগরীর বটতলী রেলস্টেশন থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। কখন চলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল করেনি।
সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংস্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিদ্যা বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়।
টানা ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় অধিকাংশ শিক্ষক বাসও চলতে পারেনি। ফলে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার দুপুরে পরীক্ষা স্থগিতর বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা। তিনি বলেন, আজ ২৫টি বিভাগের পরীক্ষা ছিল। এর মধ্যে ২২টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শাটল ট্রেনের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, অতিবৃষ্টির কারণে শাটল চলাচল বন্ধ রয়েছে। নগরীর বটতলী রেলস্টেশন থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। কখন চলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল করেনি।
সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংস্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিদ্যা বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে