কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
চলতি সপ্তাহজুড়ে কাপ্তাইসহ পার্বত্য রাঙামাটির বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে কাপ্তাই লেকে পানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। লেকের পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটির মধ্যে চারটি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহ আজ বৃহস্পতিবার জানান, চার ইউনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
এ টি এম আব্দুজ্জাহ বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
জানা গেছে, বৃহস্পতিবার ১ নম্বর ইউনিট থেকে ৪৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানি থাকার কথা ১০৯.০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে (বৃহস্পতিবার, সকাল ৯টা পর্যন্ত) ১০৬.৬৭ ফুট এমএসএল। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের চেয়ে কাপ্তাই হ্রদে এখন প্রায় চার ফুট পানি কম রয়েছে।
পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অব্যাহত ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজান থেকে পানির ধারা নেমে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। যদি পানির লেভেল ১০৭ ফুট এমএসএল অতিক্রম করে, তাহলে এই কেন্দ্রের স্পিল ওয়ের গেট খুলে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে পানি ফেলে দেওয়া হবে।
চলতি সপ্তাহজুড়ে কাপ্তাইসহ পার্বত্য রাঙামাটির বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে কাপ্তাই লেকে পানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। লেকের পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটির মধ্যে চারটি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহ আজ বৃহস্পতিবার জানান, চার ইউনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
এ টি এম আব্দুজ্জাহ বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
জানা গেছে, বৃহস্পতিবার ১ নম্বর ইউনিট থেকে ৪৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানি থাকার কথা ১০৯.০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে (বৃহস্পতিবার, সকাল ৯টা পর্যন্ত) ১০৬.৬৭ ফুট এমএসএল। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের চেয়ে কাপ্তাই হ্রদে এখন প্রায় চার ফুট পানি কম রয়েছে।
পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অব্যাহত ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজান থেকে পানির ধারা নেমে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। যদি পানির লেভেল ১০৭ ফুট এমএসএল অতিক্রম করে, তাহলে এই কেন্দ্রের স্পিল ওয়ের গেট খুলে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে পানি ফেলে দেওয়া হবে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে