Ajker Patrika

আখাউড়ায় ‘ধর্ষণের’ শিকার প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু, অভিযুক্ত আটক

আখাউড়া প্রতিনিধি 
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৫: ৩৭
অভিযুক্ত তরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
অভিযুক্ত তরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়ে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ ঘণ্টা পর তার মৃত্যু হয়। মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

স্থানীয়রা বলেন, সোমবার বিকেলে আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ (রা.) মাজার এলাকার পুকুরঘাটে মো. তরিকুল ইসলাম তুষার (২১) নামের এক যুবক ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও মাজার পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। এদিকে রাত ৮টার দিকে ওই কিশোরী বিনা চিকিৎসায় মারা যায়। তার মরদেহ রাত ১১টায় থানায় নিয়ে যায় পুলিশ। মাজার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য রোস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে অভিযুক্ত তরিকুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরিকুল নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘তরিকুল ইসলামের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন। তবে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে, তবে বিষয়টি বিচারাধীন। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, এক হিসাবে ২৬ কোটি টাকা

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে, ‘তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে ২০ লাখ টাকা দে’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত