Ajker Patrika

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ পথচারীর, আহত ৭

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১১: ২৩
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ পথচারীর, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছে। পথচারী, প্রাইভেটকারের যাত্রীসহ গুরুতর আহত হয়েছে আরও সাতজন। গতকাল শনিবার রাতে পৃথক সময়ে উপজেলার বার আউলিয়া ও ভাটিয়ারী বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকার ইব্রাহীমের ছেলে শাহাদাত হোসেন (১৩) ও মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় (২২) এক নারী।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাঙামাটি থেকে ছেড়ে আসা ঢাকামুখী প্রাইভেট কার গতকাল শনিবার রাত ৯টার দিকে মহাসড়কের বার আউলিয়া মাজার গেট এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় প্রাইভেট কারটি মহাসড়কের পাশে থাকা একই পরিবারের পাঁচ পথচারীকে চাপা দেয় এবং মহাসড়কে বেশ কয়েকবার উল্টে গিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি প্রাইভেট কারের ওপর ছিটকে পড়ে। তাতে আহত পথচারী ও প্রাইভেট কারের যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পথচারী শাহাদাত হোসেনের মৃত্যু হয়।

অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ভাটিয়ারী বানুর বাজার এলাকায় ঢাকামুখী একটি লরি মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক নারীকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মহাসড়কে পড়ে থাকা ওই নারীকে পরপর দু-তিনটি গাড়ি চাপা দেয়।

বার আউলিয়া হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পৃথক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারীসহ দুই পথচারী নিহত হয়েছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। ঈদের কারণে মহাসড়ক ফাঁকা থাকায় অনেকটাই বেপরোয়া গতিতে চলছে যানবাহন। চালকেরা গতি না মানার কারণে একই দিনে দুটি দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত