সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস যাওয়ার পথে একই লাইনে থাকা খালি ইঞ্জিনকে পেছন থেকে থাক্কা দিয়েছে। এতে কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনের বগির উদ্ধার কাজ চলমান রয়েছে। অন্যদিকে বিকল্পপথে এই রুটের ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদারহাট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ইঞ্জিনের চালক ও তাঁর সহকারীসহ কর্ণফুলী এক্সপ্রেসের চালক আহত হয়েছেন। দুর্ঘটনা পরবর্তীতে আহত দুই চালক ও সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ের উদ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও লাইনচ্যুত হওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নিতে ঘটনাস্থলে কাজ শুরু করেন রেলওয়ের উদ্ধার কর্মীরা।
ট্রেনের একাধিক যাত্রী জানান, ইঞ্জিনের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বিকট শব্দের সৃষ্টি হয়। এতে পুরো ট্রেন কেঁপে ওঠে। এ সময় তাঁরা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষ পরবর্তী ট্রেনটি থেমে গেলে তাঁরা সবাই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ সময় পুরো ট্রেন কেঁপে উঠার কারণে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক ট্রেন যাত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি খুব দ্রুত গতিতে চলছিল, অন্যদিকে একই লাইনে ফৌজদারহাট থেকে পাহাড়তলীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইঞ্জিনের গতি একেবারেই ধীর ছিল। যার কারণে ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে গেছে। ট্রেন চালকের পাশাপাশি আহত হয়েছে খালি ইঞ্জিনের চালক ও তাঁর সহকারী। এছাড়া ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন বিকল্প পথে ট্রেন চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি ও ইঞ্জিনটি সরিয়ে নিতে কাজ করছেন রেলওয়ের উদ্ধার কর্মীরা।
এছাড়া দুর্ঘটনায় আহত চালক ও চালকের সহকারীসহ আহত ট্রেন যাত্রীদের উদ্ধার করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস যাওয়ার পথে একই লাইনে থাকা খালি ইঞ্জিনকে পেছন থেকে থাক্কা দিয়েছে। এতে কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনের বগির উদ্ধার কাজ চলমান রয়েছে। অন্যদিকে বিকল্পপথে এই রুটের ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদারহাট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ইঞ্জিনের চালক ও তাঁর সহকারীসহ কর্ণফুলী এক্সপ্রেসের চালক আহত হয়েছেন। দুর্ঘটনা পরবর্তীতে আহত দুই চালক ও সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ের উদ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও লাইনচ্যুত হওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নিতে ঘটনাস্থলে কাজ শুরু করেন রেলওয়ের উদ্ধার কর্মীরা।
ট্রেনের একাধিক যাত্রী জানান, ইঞ্জিনের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বিকট শব্দের সৃষ্টি হয়। এতে পুরো ট্রেন কেঁপে ওঠে। এ সময় তাঁরা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষ পরবর্তী ট্রেনটি থেমে গেলে তাঁরা সবাই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ সময় পুরো ট্রেন কেঁপে উঠার কারণে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক ট্রেন যাত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি খুব দ্রুত গতিতে চলছিল, অন্যদিকে একই লাইনে ফৌজদারহাট থেকে পাহাড়তলীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইঞ্জিনের গতি একেবারেই ধীর ছিল। যার কারণে ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে গেছে। ট্রেন চালকের পাশাপাশি আহত হয়েছে খালি ইঞ্জিনের চালক ও তাঁর সহকারী। এছাড়া ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন বিকল্প পথে ট্রেন চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি ও ইঞ্জিনটি সরিয়ে নিতে কাজ করছেন রেলওয়ের উদ্ধার কর্মীরা।
এছাড়া দুর্ঘটনায় আহত চালক ও চালকের সহকারীসহ আহত ট্রেন যাত্রীদের উদ্ধার করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে