Ajker Patrika

রায়পুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৮: ৫৭
রায়পুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মাজহারুল ইসলাম তানিম (২০) নামের এক মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঈদ-পরবর্তী বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে ফেরার পথে পৌরসভার ভূঁইয়া রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী বন্ধু আহত হয়েছেন।

নিহত তানিম পৌর শহরের মাইক ব্যবসায়ী (বুলেট মাইক সার্ভিস) মিজানুর রহমানের একমাত্র ছেলে। লেংড়াবাজার এলাকায় মা-বাবার সঙ্গে থাকতেন তিনি। স্থানীয় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তানিম। এ ঘটনায় আহত তাঁর বন্ধুর নাম তানজিন হোসেন।

জানা গেছে, রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত অবস্থায় উদ্ধার করে তানিমকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তানিমের বাবা মিজানুর রহমান বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় তানিম তার বন্ধু তানজিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে মেঘনা নদীর তীর মাস্টার ঘাটে যায়। রাত দেড়টার দিকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় সে।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইমরান হোসেন মঞ্জু বলেন, ‘মুমূর্ষু অবস্থায় তানিমকে আনা হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিই।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত