নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাল সনদ ব্যবহার করে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযুক্ত আমির আবদুল্লাহ খান চসিকের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত।
এদিকে পাস না করেই চাকরি নেওয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সাত দিনের মধ্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ২ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।
মন্ত্রণালয়ে আমির আবদুল্লাহ খানের বিরুদ্ধে ৪৪ পৃষ্ঠার একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সঙ্গে ডকুমেন্টও সরবরাহ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, আমির আবদুল্লাহ খানের নিয়োগের সময় বয়স ছিল ৩৭ বছর। অথচ সরকারি চাকরিতে সে সময় প্রবেশের বয়সসীমা ছিল ৩০ বছর। এ ছাড়া প্রকৌশলী হিসেবে নিয়োগ পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেননি তিনি। তার পরও সাত বছর আগে উপসহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান আমির।
তথ্যমতে, তৎকালীন এক প্রধান প্রকৌশলীর প্রভাবে ২০০৫ সালে নিয়োগ পান আমির আবদুল্লাহ। এ ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। অন্যদিকে তিনি সিটি করপোরেশনে চাকরি করলেও চকবাজারের আলী প্লাজায় টিভি-ফ্রিজ মেকানিকের কাজ করেন।
আজকের পত্রিকার হাতে আসা তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আমির আবদুল্লাহ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা পরীক্ষার্থী ছিলেন ১৯৯৬ সালে। কোর্স শেষে সনদ গ্রহণ করেন ১৯৯৭ সালে। ওই সনদের মেয়াদ ছিল এক বছর। কিন্তু কোর্স শেষের ওই সনদ দিয়েই ২০০৫ সালের ২৭ এপ্রিল ডিপ্লোমা প্রকৌশলী পরিচয়ে বাতি পরিদর্শক হিসেবে সিটি করপোরেশনে যোগদান করেন তিনি। অথচ তিনি ওই সময় ডিপ্লোমা পাস করতে পারেননি।
সিটি করপোরেশন সূত্র জানায়, নথিতে আমির আব্দুল্লাহ বাতি পরিদর্শকের স্ববেতনে উপসহকারী প্রকৌশলী হিসেবে ২০০৯ সালে ১৫ ডিসেম্বর যোগদান করেন। অথচ তিনি ডিপ্লোমা পাসই করেননি। মেয়রের অনুমোদনও ছিল না তখন। এসব বিষয়ে জানতে আমির আবদুল্লাহ খানের মোবাইল ফোনে বারবার কল দিলেও সাড়া দেননি তিনি।
জাল সনদ ব্যবহার করে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযুক্ত আমির আবদুল্লাহ খান চসিকের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত।
এদিকে পাস না করেই চাকরি নেওয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সাত দিনের মধ্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ২ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।
মন্ত্রণালয়ে আমির আবদুল্লাহ খানের বিরুদ্ধে ৪৪ পৃষ্ঠার একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সঙ্গে ডকুমেন্টও সরবরাহ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, আমির আবদুল্লাহ খানের নিয়োগের সময় বয়স ছিল ৩৭ বছর। অথচ সরকারি চাকরিতে সে সময় প্রবেশের বয়সসীমা ছিল ৩০ বছর। এ ছাড়া প্রকৌশলী হিসেবে নিয়োগ পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেননি তিনি। তার পরও সাত বছর আগে উপসহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান আমির।
তথ্যমতে, তৎকালীন এক প্রধান প্রকৌশলীর প্রভাবে ২০০৫ সালে নিয়োগ পান আমির আবদুল্লাহ। এ ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। অন্যদিকে তিনি সিটি করপোরেশনে চাকরি করলেও চকবাজারের আলী প্লাজায় টিভি-ফ্রিজ মেকানিকের কাজ করেন।
আজকের পত্রিকার হাতে আসা তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আমির আবদুল্লাহ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা পরীক্ষার্থী ছিলেন ১৯৯৬ সালে। কোর্স শেষে সনদ গ্রহণ করেন ১৯৯৭ সালে। ওই সনদের মেয়াদ ছিল এক বছর। কিন্তু কোর্স শেষের ওই সনদ দিয়েই ২০০৫ সালের ২৭ এপ্রিল ডিপ্লোমা প্রকৌশলী পরিচয়ে বাতি পরিদর্শক হিসেবে সিটি করপোরেশনে যোগদান করেন তিনি। অথচ তিনি ওই সময় ডিপ্লোমা পাস করতে পারেননি।
সিটি করপোরেশন সূত্র জানায়, নথিতে আমির আব্দুল্লাহ বাতি পরিদর্শকের স্ববেতনে উপসহকারী প্রকৌশলী হিসেবে ২০০৯ সালে ১৫ ডিসেম্বর যোগদান করেন। অথচ তিনি ডিপ্লোমা পাসই করেননি। মেয়রের অনুমোদনও ছিল না তখন। এসব বিষয়ে জানতে আমির আবদুল্লাহ খানের মোবাইল ফোনে বারবার কল দিলেও সাড়া দেননি তিনি।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে