নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করে এলসি বাবদ ব্যাংকের ঋণ পরিশোধ না করে ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান, এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর আদালতে মামলাটি করা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের কাছে মামলাটি করেন যমুনা ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ। আদালত মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশনা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যমুনা ব্যাংক লিমিটেডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।
মামলার আসামিরা হলেন ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান মোজাফফর হোসেন (৫৭), প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাঈম শাহ ইমরান (৫৮) ও পরিচালক মো. জামাল উদ্দিন (৫৭)। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪০৬ / ৪১৭ / ৪২০ / ৪২২ / ৫০৬ / ১০৯ / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, অভিযুক্তরা ২০১৯ সালে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করার জন্য একটি এলসি খোলেন। এলসি বাবদ একটি এলটিআর ঋণ সৃজন করে রপ্তানিকারকের অনুকূলে ওই আমদানি করা জাহাজের মূল্য ৩৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু আসামিরা ওই ঋণের শর্ত ভঙ্গ করে আমদানি করা পুরোনো জাহাজ বিক্রির টাকা ব্যাংকে ঋণ পরিশোধ না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে বাদী টাকা পরিশোধের জন্য অভিযুক্তদের একাধিকবার চিঠি ও লিগ্যাল নোটিশ পাঠালেও তাঁরা টাকা পরিশোধ করেননি। গত ৩০ জুন পর্যন্ত আসামিদের কাছে ঋণ বাবদ ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার ৩৪৪ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
চট্টগ্রামে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করে এলসি বাবদ ব্যাংকের ঋণ পরিশোধ না করে ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান, এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর আদালতে মামলাটি করা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের কাছে মামলাটি করেন যমুনা ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ। আদালত মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশনা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যমুনা ব্যাংক লিমিটেডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।
মামলার আসামিরা হলেন ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান মোজাফফর হোসেন (৫৭), প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাঈম শাহ ইমরান (৫৮) ও পরিচালক মো. জামাল উদ্দিন (৫৭)। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪০৬ / ৪১৭ / ৪২০ / ৪২২ / ৫০৬ / ১০৯ / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, অভিযুক্তরা ২০১৯ সালে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করার জন্য একটি এলসি খোলেন। এলসি বাবদ একটি এলটিআর ঋণ সৃজন করে রপ্তানিকারকের অনুকূলে ওই আমদানি করা জাহাজের মূল্য ৩৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু আসামিরা ওই ঋণের শর্ত ভঙ্গ করে আমদানি করা পুরোনো জাহাজ বিক্রির টাকা ব্যাংকে ঋণ পরিশোধ না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে বাদী টাকা পরিশোধের জন্য অভিযুক্তদের একাধিকবার চিঠি ও লিগ্যাল নোটিশ পাঠালেও তাঁরা টাকা পরিশোধ করেননি। গত ৩০ জুন পর্যন্ত আসামিদের কাছে ঋণ বাবদ ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার ৩৪৪ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে