Ajker Patrika

নোয়াখালীতে করোনায় আরও দুই জনের মৃত্যু, শনাক্ত ১১৬ 

প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২১, ১১: ৪৫
নোয়াখালীতে করোনায় আরও দুই জনের মৃত্যু, শনাক্ত ১১৬ 

নোয়াখালী: নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩২। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১৬ জন। জেলায় মোট শনাক্ত বেড়ে ১০ হাজার ৬৮৫ জন। নতুন আক্রান্তের হার ২৬ দশমিক ২৪ শতাংশ। চতুর্থ দফায় চলমান লকডাউন বাড়ানো হয়েছে আরও সাতদিন। আগামীকাল শনিবার থেকে কার্যকর হওয়া এই লকডাউনে নোয়াখালী পৌরসভা, সদরের ছয়টি ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা, একলাশপুর ও মীর ওয়ারিশপুর ইউনিয়ন। 

আজ শুক্রবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে সদরে ৫২, সুবর্ণচরে চার, বেগমগঞ্জে ২৫, সোনাইমুড়ীতে চার, চাটখিলে ১০, সেনবাগে এক, কোম্পানীগঞ্জে ১৪ ও কবিরহাট উপজেলার ছয়জন রোগী রয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৩৫ শতাংশ। আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ১৪৩ জন এবং শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী। 

এদিকে নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন কার্যক্রমে নিয়মিত অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত লকডাউনকৃত এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত