হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর সমুদ্রে একটি মাছ ধরা ট্রলারে হামলার ঘটনা ঘটেছে। এতে সাত জেলে আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে আহত জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা উপজেলার জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা।
গতকাল রোববার বিকেলে গভীর সমুদ্রে গ্যাস ফিল্ডের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার এমভি মা মনি-২ ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলী ঘাটের আমির হোসেন কোম্পানির।
ট্রলারের মাঝি বিটু বলেন, সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে জাল ফেলে অপেক্ষা করছিল। হঠাৎ একটি ট্রলার তাঁদের পাশে এসে অবস্থান করে। পরে ওই ট্রলারের লোকজন লাঠি ও লোহার পাত নিয়ে এসে তাঁদের ওপর আক্রমণ করে। সাত জেলে গুরুতর আহত হন। এ সময় তারা ট্রলারের মালামাল লুট করে নেয়। পরে ইঞ্জিনের প্রেশার পাইপ ভেঙে দিয়ে গেলে বিকল হয়ে তারা সাগরে ভাসতে থাকে। পরে ভোলা জেলার একটি মাছ ধরার ট্রলার তাঁদের ট্রলারটি টেনে নিয়ে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এনে দেয়। মালিকের সঙ্গে যোগাযোগ করলে ঘাট থেকে একটি ট্রলার পাঠিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।
মাঝি বিটু অভিযোগ করে বলেন, তাঁদের ওপর হামলাকারী ট্রলারটি উপজেলার তমরদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফররুখ আহাম্মেদের। কিছুদিন আগে এই ট্রলারের সঙ্গে সাগরে তাঁদের ঝগড়া হয়েছিল। এর জেরে তাঁরা হামলা করেছে।
এমভি মা মনি-২ ট্রলারের মালিক আমির হোসেন কোম্পানি বলেন, হামলায় সাত জেলে মারাত্মকভাবে আহত হন। লোহার পাতের আঘাতে অনেকের হাত ও পা ভেঙে গেছে। তাঁদের প্রথমে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘হামলার ঘটনা মোবাইল ফোনে ট্রলারের মালিক আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর সমুদ্রে একটি মাছ ধরা ট্রলারে হামলার ঘটনা ঘটেছে। এতে সাত জেলে আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে আহত জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা উপজেলার জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা।
গতকাল রোববার বিকেলে গভীর সমুদ্রে গ্যাস ফিল্ডের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার এমভি মা মনি-২ ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলী ঘাটের আমির হোসেন কোম্পানির।
ট্রলারের মাঝি বিটু বলেন, সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে জাল ফেলে অপেক্ষা করছিল। হঠাৎ একটি ট্রলার তাঁদের পাশে এসে অবস্থান করে। পরে ওই ট্রলারের লোকজন লাঠি ও লোহার পাত নিয়ে এসে তাঁদের ওপর আক্রমণ করে। সাত জেলে গুরুতর আহত হন। এ সময় তারা ট্রলারের মালামাল লুট করে নেয়। পরে ইঞ্জিনের প্রেশার পাইপ ভেঙে দিয়ে গেলে বিকল হয়ে তারা সাগরে ভাসতে থাকে। পরে ভোলা জেলার একটি মাছ ধরার ট্রলার তাঁদের ট্রলারটি টেনে নিয়ে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এনে দেয়। মালিকের সঙ্গে যোগাযোগ করলে ঘাট থেকে একটি ট্রলার পাঠিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।
মাঝি বিটু অভিযোগ করে বলেন, তাঁদের ওপর হামলাকারী ট্রলারটি উপজেলার তমরদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফররুখ আহাম্মেদের। কিছুদিন আগে এই ট্রলারের সঙ্গে সাগরে তাঁদের ঝগড়া হয়েছিল। এর জেরে তাঁরা হামলা করেছে।
এমভি মা মনি-২ ট্রলারের মালিক আমির হোসেন কোম্পানি বলেন, হামলায় সাত জেলে মারাত্মকভাবে আহত হন। লোহার পাতের আঘাতে অনেকের হাত ও পা ভেঙে গেছে। তাঁদের প্রথমে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘হামলার ঘটনা মোবাইল ফোনে ট্রলারের মালিক আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৫ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৫ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ ঘণ্টা আগে