Ajker Patrika

ইউক্রেনে বাংলাদেশি জাহাজের নাবিকদের বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউক্রেনে বাংলাদেশি জাহাজের নাবিকদের বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে

ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজের ২৮ নাবিককে জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ড. পীযূষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (নাবিক) জাহাজ থেকে সরিয়ে অলভিয়া বন্দরের উপকূলের বাংকারে নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (স্থানীয় সময় আড়াইটা) তাঁদের সরিয়ে নেওয়া হয়। তারা সবাই এখন নিরাপদ আছেন।’ 

এক প্রশ্নের জবাবে পীযূষ দত্ত বলেন, ‘বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আছে। বাংকার থেকে তাঁদের কোথায় নেওয়া হবে, ওনারা বলতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, সেখান থেকে তাঁদের পোল্যান্ডে নেওয়া হতে পারে।’ 

উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে রয়েছেন, জাহাজের মাস্টার জিএম নুর ই আলম, অতিরিক্ত মাস্টার মো. মনসুরুল আমিন, এসিও সেলিম মিয়া, সেকেন্ড অফিসার রামকৃষ্ণ বিশ্বাস, থার্ড অফিসার রুকনুজ্জামান রাজিব, ডেক ক্যাডেট ফারিয়াতুল জান্নাত তুলি, ডেক ক্যাডেট-২ ফয়সাল আহমেদ সেতু, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সারোয়ার সামি, ইসি-১ ফারজানা ইসলাম মৌ, ইসি-২ মো. শেখ সাদি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, বসুন মো. জামাল হোসাইন, এবি-১ মো. হানিফ, এবি-২ মো. আমিনুর ইসলাম, এবি-৩ মো. মহিন উদ্দিন, ওএস-১ হোসাইন মোহাম্মদ রাকিব, ওএস-২ সাজজাদ ইবনে আলম, ফিটার নাজমুল উদ্দিন, ইলেকট্রিশিয়ান, মোহাম্মদ নজরুল ইসলাম, অয়েলার-১ সারোয়ার হোসাইন, অয়েলার-২ মো. মাসুম বিল্লাহ, অয়েলার-৩ মোহাম্মদ হোসাইন, ফায়ারম্যান মো. আতিকুর রহমান, চিফ কুক মো. শফিকুর রহমান এবং জিএস মো.  সাইফ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত