নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজের ২৮ নাবিককে জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ড. পীযূষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (নাবিক) জাহাজ থেকে সরিয়ে অলভিয়া বন্দরের উপকূলের বাংকারে নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (স্থানীয় সময় আড়াইটা) তাঁদের সরিয়ে নেওয়া হয়। তারা সবাই এখন নিরাপদ আছেন।’
এক প্রশ্নের জবাবে পীযূষ দত্ত বলেন, ‘বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আছে। বাংকার থেকে তাঁদের কোথায় নেওয়া হবে, ওনারা বলতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, সেখান থেকে তাঁদের পোল্যান্ডে নেওয়া হতে পারে।’
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে রয়েছেন, জাহাজের মাস্টার জিএম নুর ই আলম, অতিরিক্ত মাস্টার মো. মনসুরুল আমিন, এসিও সেলিম মিয়া, সেকেন্ড অফিসার রামকৃষ্ণ বিশ্বাস, থার্ড অফিসার রুকনুজ্জামান রাজিব, ডেক ক্যাডেট ফারিয়াতুল জান্নাত তুলি, ডেক ক্যাডেট-২ ফয়সাল আহমেদ সেতু, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সারোয়ার সামি, ইসি-১ ফারজানা ইসলাম মৌ, ইসি-২ মো. শেখ সাদি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, বসুন মো. জামাল হোসাইন, এবি-১ মো. হানিফ, এবি-২ মো. আমিনুর ইসলাম, এবি-৩ মো. মহিন উদ্দিন, ওএস-১ হোসাইন মোহাম্মদ রাকিব, ওএস-২ সাজজাদ ইবনে আলম, ফিটার নাজমুল উদ্দিন, ইলেকট্রিশিয়ান, মোহাম্মদ নজরুল ইসলাম, অয়েলার-১ সারোয়ার হোসাইন, অয়েলার-২ মো. মাসুম বিল্লাহ, অয়েলার-৩ মোহাম্মদ হোসাইন, ফায়ারম্যান মো. আতিকুর রহমান, চিফ কুক মো. শফিকুর রহমান এবং জিএস মো. সাইফ উদ্দিন।
ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজের ২৮ নাবিককে জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ড. পীযূষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (নাবিক) জাহাজ থেকে সরিয়ে অলভিয়া বন্দরের উপকূলের বাংকারে নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (স্থানীয় সময় আড়াইটা) তাঁদের সরিয়ে নেওয়া হয়। তারা সবাই এখন নিরাপদ আছেন।’
এক প্রশ্নের জবাবে পীযূষ দত্ত বলেন, ‘বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আছে। বাংকার থেকে তাঁদের কোথায় নেওয়া হবে, ওনারা বলতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, সেখান থেকে তাঁদের পোল্যান্ডে নেওয়া হতে পারে।’
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে রয়েছেন, জাহাজের মাস্টার জিএম নুর ই আলম, অতিরিক্ত মাস্টার মো. মনসুরুল আমিন, এসিও সেলিম মিয়া, সেকেন্ড অফিসার রামকৃষ্ণ বিশ্বাস, থার্ড অফিসার রুকনুজ্জামান রাজিব, ডেক ক্যাডেট ফারিয়াতুল জান্নাত তুলি, ডেক ক্যাডেট-২ ফয়সাল আহমেদ সেতু, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সারোয়ার সামি, ইসি-১ ফারজানা ইসলাম মৌ, ইসি-২ মো. শেখ সাদি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, বসুন মো. জামাল হোসাইন, এবি-১ মো. হানিফ, এবি-২ মো. আমিনুর ইসলাম, এবি-৩ মো. মহিন উদ্দিন, ওএস-১ হোসাইন মোহাম্মদ রাকিব, ওএস-২ সাজজাদ ইবনে আলম, ফিটার নাজমুল উদ্দিন, ইলেকট্রিশিয়ান, মোহাম্মদ নজরুল ইসলাম, অয়েলার-১ সারোয়ার হোসাইন, অয়েলার-২ মো. মাসুম বিল্লাহ, অয়েলার-৩ মোহাম্মদ হোসাইন, ফায়ারম্যান মো. আতিকুর রহমান, চিফ কুক মো. শফিকুর রহমান এবং জিএস মো. সাইফ উদ্দিন।
সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘোষ (৫৭) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইনের আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেদক্ষিণ আফ্রিকায় কাজী মহি উদ্দিন পলাশ (৩৩) নামের এক বাংলাদেশির লাশ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পলাশের পার্শ্ববর্তী এক দোকানদার বিষয়টি তাঁর পরিবারকে জানান।
২ ঘণ্টা আগেপ্রতিবেশী দেশগুলো থেকে চাল আমদানি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বাজারগুলোয় বেড়েছে সেই চালের সরবরাহ। এতে স্থানীয় বাজারে গত এক সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর সেগুনবাগিচা, মানিকনগর, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে খাদ্য বিভাগের বিভিন্ন গুদামে পচা ও নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছে। গত জুন ও জুলাই মাসে চালগুলো গুদামে ঢোকানো হয়েছে। এর মধ্যে সম্প্রতি দুটি গুদামে নিম্নমানের চাল থাকার বিষয়টি জানাজানি হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। তদন্তের সময় গুদামগুলোয় সরবরাহের রেজিস্টার ও পরিদর্শন বহি..
৭ ঘণ্টা আগে