নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মহিন উদ্দিন (৬২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার সকালে এ ঘটনায় নিহতের মেয়ে বিবি কুলসুম লাভলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত মহিন উদ্দিন সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে শ্বশুর মহিন উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল মেয়ের জামাই নুর নবী সুমনের। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে মহিনের সঙ্গে মেয়ে শাহেনা, জামাই সুমন ও নাতিদের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মহিন উদ্দিনকে পিটিয়ে জখম করে তারা। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক মেয়ে কুলসুম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে নুর নবী সুমন (৪০), নাতি ইউসুফ নবী অন্তর (২০), মো. শামীম (১৮) এবং মেয়ে শাহেনা আক্তার (৩৮) তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে ওই বৃদ্ধের মেয়ে, জামাই ও নাতিরা তাকে কিল ঘুষি দেয়। এরপর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মহিন উদ্দিন (৬২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার সকালে এ ঘটনায় নিহতের মেয়ে বিবি কুলসুম লাভলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত মহিন উদ্দিন সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে শ্বশুর মহিন উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল মেয়ের জামাই নুর নবী সুমনের। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে মহিনের সঙ্গে মেয়ে শাহেনা, জামাই সুমন ও নাতিদের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মহিন উদ্দিনকে পিটিয়ে জখম করে তারা। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক মেয়ে কুলসুম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে নুর নবী সুমন (৪০), নাতি ইউসুফ নবী অন্তর (২০), মো. শামীম (১৮) এবং মেয়ে শাহেনা আক্তার (৩৮) তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে ওই বৃদ্ধের মেয়ে, জামাই ও নাতিরা তাকে কিল ঘুষি দেয়। এরপর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘ড. ইউনূসের এই ক্ষমতা বেশি দিন টিকবে না।’ এ সময় নির্বাচনে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
৩ মিনিট আগেগলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে ঘটে এ ঘটনা। মৃত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
৫ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর চরের জমি ভোগদখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ
৭ মিনিট আগেরাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আজ সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুনের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
৮ মিনিট আগে