Ajker Patrika

শাহরাস্তিতে প্রিয়া হত্যা মামলায় তাঁর মায়ের প্রেমিক গ্রেপ্তার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৩২
শাহরাস্তিতে প্রিয়া হত্যা মামলায় তাঁর মায়ের প্রেমিক গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত নওরোজ আফরিন প্রিয়া (২১) হত্যা মামলায় জড়িত সন্দেহে তাঁর মায়ের প্রেমিক মো. আ. হান্নানকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শাহরাস্তি থানার পুলিশ নিহত প্রিয়ার প্রতিবেশী দেবকরা গ্রামের মৃত. মুনসুর আলী ভূঁইয়ার ছেলে মো. আ. হান্নানকে গ্রেপ্তার করে। সে প্রিয়ার মায়ের প্রেমিক বলে জানিয়েছে পুলিশ। পাঁচ-ছয় বছর আগে মামলায় প্রিয়ার মা ও আ. হান্নানের পরকীয়ার বিষয়টি প্রকাশ পায়। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডে হান্নান যুক্ত রয়েছেন। 

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, প্রিয়া ও হান্নানদের বাড়ি পাশাপাশি। প্রিয়ার বাবা বিদেশে থাকার সুবাদে পাঁচ-ছয় বছর আগে প্রিয়ার মায়ের সঙ্গে হান্নানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরিবারে বিষয়টি জানাজানি হলে মামলা পর্যন্ত গড়ায়। পরে স্থানীয়ভাবে বেশ কয়েকটি সলিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। এরপর হান্নান বিদেশে চলে যান। হত্যাকাণ্ডের এক মাস আগে হান্নান দেশে আসেন। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহে আ. হান্নানকে আটক করা হয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা যাবে না। 

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, প্রিয়া হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রিয়ার মায়ের প্রেমিক আ. হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রায়টি দক্ষিণ ইউনিয়নের আহাম্মদনগর ছোট পোদ্দার বাড়িতে নওরোজ আফরিন প্রিয়া (২১) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তাঁর স্বামীর বাড়ি কুমিল্লায়। স্বামী কাইরুজ্জামান চৌধুরী হৃদয় কুমিল্লায় চাকরি করেন। নিহতের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার

নেত্রকোনায় হত্যার প্রতিশোধ নিতে পাল্টা হামলা, নিহত ২

এআই চ্যাটবটকে যে ১০ তথ্য কখনো দেবেন না

ছাত্রীকে এক থাপ্পড়ে রণক্ষেত্র চবি এলাকা

রাজধানীতে যানজট নিরসনে নতুন সিগন্যাল-ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত