Ajker Patrika

চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় ১০টি বিষয়

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৮: ৫৯
এসসিও সম্মেলনের ফাঁকে সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। ছবি: এক্স
এসসিও সম্মেলনের ফাঁকে সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। ছবি: এক্স

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে এই বৈঠক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকটি ভারতের জন্য যুক্তরাষ্ট্রের চাপ কমানোর এবং তাদের ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার একটি সুযোগ তৈরি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি আজ রোববার সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেছেন, ‘পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে’ ভারত-চীন সম্পর্ক ‘এগিয়ে নিতে’ প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত দুই দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে সির সঙ্গে বৈঠকে মোদি আরও বলেন, সীমান্ত ইস্যুতে দুই দেশ নতুন করে ভাবার পর ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’ সৃষ্টি হয়েছে।

এসসিএ সম্মেলনে মোদি তাঁর বক্তব্যে বলেন, ‘গত বছর কাজানে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্ককে একটি ইতিবাচক দিক দিয়েছে। সীমান্তে দুই পক্ষ সংঘর্ষ থেকে বিরত থাকায় শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়েছে।’ মোদি বলেন, ‘দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত। এটি সম্পূর্ণ মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে।’

সি চিন পিং বলেন, ভারত ও চীনের জন্য ‘বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়া’ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বিশ্ব পরিবর্তনের দিকে এগোচ্ছে। চীন ও ভারত দুটি সভ্যতাভিত্তিক দেশ। আমরা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ এবং গ্লোবাল সাউথের অংশ...বন্ধু হওয়া, ভালো প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির যৌথভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মোদি-সি বৈঠকের ১০টি মূল দিক—

সম্পর্কে অগ্রগতি স্বীকৃতি

দুই নেতা রাশিয়ার ব্রিকস সম্মেলনের পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। মতপার্থক্যকে যেন কখনোই বিরোধে রূপ না দেওয়া হয়।

সরাসরি ফ্লাইট চালু হবে

প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ভারত-চীন সরাসরি ফ্লাইট আবার চালু হবে। যদিও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। করোনার সময় থেকে এই রুট বন্ধ ছিল, ফলে ভ্রমণকারীরা হংকং বা সিঙ্গাপুর হয়ে যেতেন।

কৈলাস মানস সরোবর যাত্রা ও ট্যুরিস্ট ভিসা

বৈঠকে মোদি বলেন, তীর্থযাত্রা ও ট্যুরিস্ট ভিসার পুনরায় চালু হওয়া দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। কোভিড মহামারির পর এগুলো দীর্ঘ সময় বন্ধ ছিল।

কৌশলগত স্বায়ত্তশাসনের বার্তা

দুই নেতা জানান, সম্পর্ককে তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও বহুপক্ষীয় ফোরামে ন্যায্য বাণিজ্য প্রসারে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য হওয়া জরুরি।

গালওয়ান-পরবর্তী মেরামতি

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর সম্পর্ক নষ্ট হলেও কাজান বৈঠকের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হচ্ছে। মোদি ও সি বলেন, সেনা প্রত্যাহার ও শান্তিপূর্ণ পরিস্থিতি সীমান্তে স্থিতিশীলতা এনেছে।

গ্লোবাল সাউথে অংশীদারত্ব

সি চিন পিং জানান, ভারত-চীন ‘বন্ধু ও প্রতিবেশী’। আমরা গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি দুই দেশের নাগরিকদের কল্যাণে যৌথ দায়িত্ব নেওয়ার ওপর জোর দেন।

সীমান্ত ইস্যুকে সম্পর্কের সংজ্ঞা না দেওয়া

সি বলেন, সীমান্ত সমস্যা দিয়ে গোটা সম্পর্ককে সংজ্ঞায়িত করা উচিত নয়; বরং দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক পরিচালনা করতে হবে।

অর্থনৈতিক সম্ভাবনা

ভালো সম্পর্ক দুই দেশের জন্য লাভজনক হতে পারে। ভারতের ইভি (বৈদ্যুতিক গাড়ি) খাত চীনা বিনিয়োগে লাভবান হবে, আর চীন ভারতের বাজারে প্রবেশাধিকার বাড়িয়ে নিজের অর্থনীতি চাঙা করতে পারবে।

সীমান্ত বাণিজ্য পুনরায় চালু

সাম্প্রতিক সময়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পর উভয় দেশ সীমান্ত বাণিজ্য শুরু করতেও সম্মত হয়েছে। এ ছাড়া চীন প্রতিশ্রুতি দিয়েছে, বিরল খনিজ পদার্থ, সার ও টানেল বোরিং মেশিন সরবরাহ করে ভারতের চাহিদা পূরণে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের অস্বস্তি

যখন ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে ভারত-আমেরিকা সম্পর্ক তিক্ত, তখন দিল্লি-বেইজিং ঘনিষ্ঠতা ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির জন্য উদ্বেগ হয়ে উঠছে। এটি দুই দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে গত কয়েক দশকের মার্কিন প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যে নম্বর থেকে ফোনকল এলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার

নেত্রকোনায় হত্যার প্রতিশোধ নিতে পাল্টা হামলা, নিহত ২

এআই চ্যাটবটকে যে ১০ তথ্য কখনো দেবেন না

রাজধানীতে যানজট নিরসনে নতুন সিগন্যাল-ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত