Ajker Patrika

চট্টগ্রাম আদালতে মুরাদসহ দুজনের নামে নালিশি মামলা

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
চট্টগ্রাম আদালতে মুরাদসহ দুজনের নামে নালিশি মামলা

সম্প্রতি পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার। 

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এস কে তোফায়েল হাসানের আদালতে আজ রোববার দুপুরে এই নালিশি মামলা দাখিল করা হয়। নালিশি মামলার অপর অভিযুক্ত মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল। ফেসবুকে প্রচারিত মুরাদ হাসানের ভিডিওটি তৈরি করার অভিযোগে তাঁর নামে এই মামলা করা হয়।

আদালত বাদীর বক্তব্য গ্রহণের পর নথিটি আদেশের জন্য রেখেছেন। বাদীর আইনজীবী এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করেছেন। তবে এখনো এ ব্যাপারে আদেশ দেননি। 

মামলার অভিযোগে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিও প্রচার করেন সম্প্রতি পদত্যাগকারী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, যার মডারেটর আরজির ২ নম্বর আসামি নাহিদ হেলাল। এ বছরের ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ডা. মুরাদ হাসানের ভেরিফায়েড ফেসবুকে ওই ভিডিও দেখে বাদী খুবই মর্মাহত হন। মুরাদের বক্তব্য নারীর প্রতি বিদ্বেষমূলক এবং সংবিধান পরিপন্থী। জাইমা রহমান যুক্তরাজ্যের লিংকনস-ইন থেকে বার অ্যাট ল করেছেন। তিনি যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। 

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্লীল মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া এক নায়িকার সঙ্গে তাঁর ফোনালাপে অশ্রাব্য ভাষা ব্যবহারের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে এসব আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সম্প্রতি মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত