Ajker Patrika

বাঁশখালীতে খুনের ঘটনায় ৪ জন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীতে খুনের ঘটনায় ৪ জন আটক

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা জমির সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে থানা-পুলিশ। বুধবার রাতে মনছুরিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুর দেড়টার দিকে টিউবওয়েল পানি পুকুরে পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন।

আটককৃতরা হলেন, মো. বাহাদুর (৩২), মঞ্জুরুল আলম (৪০), মো. সিদ্দিক (৫০) ও জাকের আহমদ (৪৬)। 

বুধবার সন্ধ্যায় সংঘর্ষে নিহত সুলতান মাহমুদ টিপুর মা মমতাজ বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় কাশেম আলীর ছেলে মো. বাহাদুরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়াও এ হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৫ / ৬ জনকে আসামি করা হয়েছে। 

উল্লেখ্য, বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া এলাকার আবুল কাসেম ও কাসেম আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ি ভিটার জায়গা ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে অনেকবার সালিশি বৈঠকও হয়। বুধবার দুপুর দেড়টার দিকে টিউবওয়েল পানি পুকুরে পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। 

এ ছাড়া এ ঘটনায় আরও আহত হয়েছেন কামাল হোসেন (৫০), মঞ্জুরুল আলম (৪০) ও মো. বাহাদুর (৩২)। 

মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, মনছুরিয়া বাজারের সংঘর্ষের ঘটনায় ৪ জনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত