Ajker Patrika

ভ্যাট ফাঁকি দেওয়ায় ৩৯ লাখ টাকার জর্দা জব্দ

নিজস্ব প্রতিবেদক
ভ্যাট ফাঁকি দেওয়ায় ৩৯ লাখ টাকার জর্দা জব্দ

চট্টগ্রাম: নগরীর হালিশহর এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৩৯ লাখ টাকার জর্দা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হালিশহর শাখাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ জর্দা জব্দ করা হয়। আটককৃত জর্দার ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটককৃত জর্দার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।

ছবি: আজকের পত্রিকাএ ব্যাপারে চট্টগ্রাম ভ্যাট কমিশনার আকবর হোসেন বলেন, প্রাথমিকভাবে অনুসন্ধানে দেখা গেছে মেসার্স নুরানী জর্দা ফ্যাক্টরি ময়মনসিংহ থেকে জর্দাগুলো প্রেরণ করেছে। এর মধ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য ৪০ কার্টুন জর্দা প্রেরণ করা হয়েছে। যার কোন ভ্যাটের কাগজপত্র নেই।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, অবৈধ পণ্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণ করেছে। সে কারণে অবৈধ তামাকজাত পণ্যের ভ্যাট ফাঁকির জন্য কতিপয় অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে। এ বিষয়ে ভ্যাট আইনানুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত