Ajker Patrika

সোনাগাজীতে চুরি গেল অটোরিকশা, থানায় অভিযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ২২: ০৮
সোনাগাজীতে চুরি গেল অটোরিকশা, থানায় অভিযোগ

ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে রাতে এক অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে এ চুরি হয়। এ ঘটনায় অটোরিকশার মালিক আবদুল্লাহ আল মামুন সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

মালিক, পুলিশ ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, মায়ের স্বপ্ন-১ নামের অটোরিকশাটি ভাড়ায় চালাতেন মোহাম্মদ মিলন নামের এক চালক। তিনি নিজ বাড়িতেই রাখতেন গাড়িটি। ১৮ মার্চ গাড়িতে নতুন ব্যাটারি লাগান। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রিকশা চালানোর পর গোয়ালঘরের পাশে চার্জে রাখে মিলন। তাঁরা রাত ১টা পর্যন্ত রিকশাটি চার্জে থাকা অবস্থায় দেখে। 

এরপর ঘুমিয়ে পড়ে। আনুমানিক ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাইরে গেলে রিকশা দেখতে না পাওয়ায় আশপাশের এলাকায় খোঁজ করেন। অটোরিকশার মালিক মামুনকে কল করলে তাঁরাও খোঁজাখুঁজির পর রিকশা পাননি। ব্যাটারিসহ গাড়ির আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রিকশাটি চোর নিয়ে গেছে। চালক কল করলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। কোনো সন্ধান পাইনি। সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।’ 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত