Ajker Patrika

চট্টগ্রামে যুবদলের গাড়িবহরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে যুবদলের গাড়িবহরে হামলার অভিযোগ

চট্টগ্রাম বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে নগরীর আমবাগান এলাকায় যুবদল নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে এ হামলা হয়।   ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর।

চট্টগ্রাম মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ ছগির আজকের পত্রিকাকে জানান, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমবাগান এলাকায় গাড়িতে হামলা চালায়। তাদের হামলায় অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে।

এদিকে হামলায় আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় খসরু তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচ এম রাশেদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত