গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ইকরা কওমি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মৃত শিক্ষকেরা হলেন নওগাঁর পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাশেদুল ইসলাম (৩৫) ও রাজশাহী বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে জোবায়ের (২৮)। তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে ছোবল দেয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিক্ষক রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপ ছোবল দেয়। ওই শিক্ষকেরা চিৎকার দিলে সহকর্মীরা তাঁদের কাছে আসেন। পরে সাপের বিষ নামানোর জন্য স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান সহকর্মীরা। ওই কবিরাজ বিষ নামানোর চেষ্টা করেন। সেখানে শিক্ষকদের অবস্থা অবনতি হলে তাঁদের দুজনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান তাঁরা। কিন্তু পথেই শিক্ষক রাশেদুল ইসলাম মারা যান।
অপর শিক্ষক জোবায়েরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁঠিয়ে দেন চিকিৎসক। এদিকে সোমবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের মারা যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ইকরা কওমি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মৃত শিক্ষকেরা হলেন নওগাঁর পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাশেদুল ইসলাম (৩৫) ও রাজশাহী বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে জোবায়ের (২৮)। তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে ছোবল দেয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিক্ষক রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপ ছোবল দেয়। ওই শিক্ষকেরা চিৎকার দিলে সহকর্মীরা তাঁদের কাছে আসেন। পরে সাপের বিষ নামানোর জন্য স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান সহকর্মীরা। ওই কবিরাজ বিষ নামানোর চেষ্টা করেন। সেখানে শিক্ষকদের অবস্থা অবনতি হলে তাঁদের দুজনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান তাঁরা। কিন্তু পথেই শিক্ষক রাশেদুল ইসলাম মারা যান।
অপর শিক্ষক জোবায়েরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁঠিয়ে দেন চিকিৎসক। এদিকে সোমবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের মারা যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাপধরী উচ্চবিদ্যালয়টি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৯৮ জন শিক্ষার্থী এখানে পড়ালেখা করে। গত এক মাসে এই বিদ্যালয়ের সাতজন ছাত্রীর বিয়ে হয়ে গেছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির দুজন ছাত্রীর মধ্যে একজনের, সপ্তম শ্রেণির ১৫ জন ছাত্রীর মধ্যে তিনজনের, অষ্টম শ্রেণির ১২ জন ছাত্রীর ম
৩ মিনিট আগেরাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেবক্তব্যের একপর্যায়ে এম এ খালেক বলেন, ‘আমরা কখনো চাই না, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন-টির্বাচন, গণতন্ত্র এগুলোর ধার ধারে না।’
৩৩ মিনিট আগেপ্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
৫ ঘণ্টা আগে