Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভুলবশত ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন মো. মতিউর রহমান নামের এক বিজিবি সদস্য। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ জুন) রাত পৌনে ১০টার দিকে জহুরপুর বেলপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিজিবি সদস্যকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জহুরপুরটেক ক্যাম্পের ল্যান্স নায়েক মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর গ্রামের চরাঞ্চলে টহলে যান। এ সময় কাশবনের মধ্যে মহিষ অনুসরণ করতে গিয়ে তিনি ভুল করে ভারতের পিরোজপুর এলাকায় ঢুকে পড়েন। এটি ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন নুরপুর সীমান্ত অঞ্চল। তিনি আনুমানিক তিন কিলোমিটার ভেতরে ঢুকে যান।

বিষয়টি বুঝতে পেরে তিনি নিকটবর্তী বিএসএফ পিরোজপুর ক্যাম্পকে অবগত করেন। পরে দুই বাহিনীর মধ্যে যোগাযোগের ভিত্তিতে রাত ১০টার দিকে শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৫৩ বিজিবির ২৩/৭-এস পয়েন্টে ওই বৈঠকে বিএসএফ বিজিবি সদস্যকে হস্তান্তর করে।

এ বিষয়ে লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘ভুলবশত আমাদের এক সদস্য সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমরা বিএসএফকে বিষয়টি জানালে রাতেই তারা আমাদের সদস্যকে ফিরিয়ে দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত