Ajker Patrika

নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বুদ্ধু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহদিপুর ঘাটে এ ঘটনা ঘটে। মৃত বুদ্ধু উপজেলার ছত্রজিতপুর ইউনিয়নের সাতা ভাইয়া পাড়া এলাকার পাচু মন্ডলের ছেলে। 

মৃতের চাচাতো ভাই জাকির আলী বলেন, দুপুরে বুদ্ধসহ তিন-চারজন মিলে নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় বুদ্ধু। পরে স্থানীয়দের সহযোগীতায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ছত্রাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রাব্বানি ছবি বলেন, বুদ্ধের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি শুনেছি। মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত