Ajker Patrika

চাঁদপুরে বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে মূল্য তালিকা না টানানো ও পণ্যের গায়ে দাম লেখা না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বাজার তদারকির অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। 

তিনি আজকের পত্রিকা বলেন, ‘আজ ফরিদগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে জামালের মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা, মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা, সূচি কসমেটিকসে পণ্যের গায়ে মূল্য না থাকায় এক হাজার টাকা, বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিন হাজার টাকা, রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাংসের দোকান, মুরগির দোকান, ফলের দোকান এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ও সেবা বিক্রির জন্য আইনগতভাবে সতর্ক করা হয়েছে।’ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। 

অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন–চাঁদপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রূপম ও ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত