ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মৃত ব্যক্তির স্বজনদের মারধর করে টাকাপয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়। তাদের মারধরে নারীসহ ৯ জন আহত হন। এমনকি লাশে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে তাঁর লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।
পথিমধ্যে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগ থেকে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাত দল সড়কে গাছ ফেলে গতিরোধ করে। ডাকাত দল অ্যাম্বুলেন্স ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাঁদের মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ সময় লাশেও আঘাত করে ডাকাত দল।
পূর্ব ভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতেরা টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে, তাতে দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা আঘাত করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তপন সরকার আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজন যারা রাতে ওই সড়ক দিয়ে চলাচল করে, আসার আগে তাদের পুলিশ প্রটোকল নেওয়ার জন্য বলা হয়েছে। ঢাকা থেকে যে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এসেছিল, বিষয়টি তাদের জানা ছিল না। সে জন্য ডাকাতদের কবলে পড়তে হয়।
তপন সরকার আরও বলেন, ‘ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশের টহল টিম হাজির হয়। পরে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের পাশে হাওর দিয়ে পালিয়ে যায়। এ সময় বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় মালামাল ও অর্থ উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মৃত ব্যক্তির স্বজনদের মারধর করে টাকাপয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়। তাদের মারধরে নারীসহ ৯ জন আহত হন। এমনকি লাশে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে তাঁর লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।
পথিমধ্যে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগ থেকে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাত দল সড়কে গাছ ফেলে গতিরোধ করে। ডাকাত দল অ্যাম্বুলেন্স ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাঁদের মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ সময় লাশেও আঘাত করে ডাকাত দল।
পূর্ব ভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতেরা টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে, তাতে দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা আঘাত করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তপন সরকার আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজন যারা রাতে ওই সড়ক দিয়ে চলাচল করে, আসার আগে তাদের পুলিশ প্রটোকল নেওয়ার জন্য বলা হয়েছে। ঢাকা থেকে যে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এসেছিল, বিষয়টি তাদের জানা ছিল না। সে জন্য ডাকাতদের কবলে পড়তে হয়।
তপন সরকার আরও বলেন, ‘ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশের টহল টিম হাজির হয়। পরে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের পাশে হাওর দিয়ে পালিয়ে যায়। এ সময় বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় মালামাল ও অর্থ উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে