নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পরিবারের ইচ্ছে হেলিকপ্টারে করে ছেলে শ্বশুরবাড়ি থেকে বউ নিয়ে আসবে নিজের বাড়ি। শ্বশুরেরও ইচ্ছে ছিল মেয়ে হেলিকপ্টারে করে যাবে শ্বশুর বাড়ি। দুই পরিবারের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বিয়ের আসরে এলেন সৌদি প্রবাসী বর।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ দৃশ্য দেখা যায়।
উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা বর মো. আব্দুল হাকিম তালুকদার একই উপজেলার পাশ্ববর্তী গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়া তালুকদারের ছেলে। সৌদিতে তাঁর নিজস্ব ব্যবসা রয়েছে।
এদিকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।
কনের বাবা সাবেক ইউপি সদস্য মো. আরাফাত আলী জানান, ‘আজকে আমার বড় মেয়ে রোমা আক্তারের বিয়ে হচ্ছে। সন্তানদের মধ্যেও সে সবার বড়। আমার ইচ্ছে ছিল মেয়েকে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুরবাড়ি পাঠাব। জামাই আমার ইচ্ছে পূর্ণ করেছে, আমি আনন্দিত হয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
বিয়ের দাওয়াতে আসা চাতলপাড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার বলেন, ‘বর-কনে দুজনই হাওড় এলাকার বাসিন্দা। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় হেলিকপ্টার তো দূরের কথা চার চাকার গাড়িই দেখা যায় না। আজকে এই হাওড় অঞ্চলের বিয়েতে হেলিকপ্টার দেখে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।’
এ ব্যাপারে সৌদি প্রবাসী বর মো. আব্দুল হাকিম তালুকদার জানান, ‘আমার পরিবারের ইচ্ছে বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখা এবং শ্বশুরেরও শখ তাঁর মেয়ে হেলিকপ্টারে করে শ্বশুর বাড়ি যাবে। এছাড়া আমার ও আমার পরিবারেরও আগে থেকেই ইচ্ছে ছিল বিয়েটা এভাবে করার।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ‘খাগালিয়ার কনে আর গোয়ালনগরের বরের হেলিকপ্টারে করে বিয়ের বিষয়টি চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত ছিল।’
পরিবারের ইচ্ছে হেলিকপ্টারে করে ছেলে শ্বশুরবাড়ি থেকে বউ নিয়ে আসবে নিজের বাড়ি। শ্বশুরেরও ইচ্ছে ছিল মেয়ে হেলিকপ্টারে করে যাবে শ্বশুর বাড়ি। দুই পরিবারের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বিয়ের আসরে এলেন সৌদি প্রবাসী বর।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এ দৃশ্য দেখা যায়।
উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা বর মো. আব্দুল হাকিম তালুকদার একই উপজেলার পাশ্ববর্তী গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়া তালুকদারের ছেলে। সৌদিতে তাঁর নিজস্ব ব্যবসা রয়েছে।
এদিকে হেলিকপ্টারে বিয়ের আয়োজনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।
কনের বাবা সাবেক ইউপি সদস্য মো. আরাফাত আলী জানান, ‘আজকে আমার বড় মেয়ে রোমা আক্তারের বিয়ে হচ্ছে। সন্তানদের মধ্যেও সে সবার বড়। আমার ইচ্ছে ছিল মেয়েকে হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুরবাড়ি পাঠাব। জামাই আমার ইচ্ছে পূর্ণ করেছে, আমি আনন্দিত হয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
বিয়ের দাওয়াতে আসা চাতলপাড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার বলেন, ‘বর-কনে দুজনই হাওড় এলাকার বাসিন্দা। যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় হেলিকপ্টার তো দূরের কথা চার চাকার গাড়িই দেখা যায় না। আজকে এই হাওড় অঞ্চলের বিয়েতে হেলিকপ্টার দেখে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।’
এ ব্যাপারে সৌদি প্রবাসী বর মো. আব্দুল হাকিম তালুকদার জানান, ‘আমার পরিবারের ইচ্ছে বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখা এবং শ্বশুরেরও শখ তাঁর মেয়ে হেলিকপ্টারে করে শ্বশুর বাড়ি যাবে। এছাড়া আমার ও আমার পরিবারেরও আগে থেকেই ইচ্ছে ছিল বিয়েটা এভাবে করার।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ‘খাগালিয়ার কনে আর গোয়ালনগরের বরের হেলিকপ্টারে করে বিয়ের বিষয়টি চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আমাকে জানিয়েছিলেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত ছিল।’
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি
১১ মিনিট আগেসকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
২৯ মিনিট আগেটাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
৩১ মিনিট আগে