ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর প্রতিনিধি
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখারও সিদ্ধান্ত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।
বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়।
সভা সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। তাঁদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন।
সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, ‘সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা হয়। এ সময় প্রবাসফেরত সবাইর কোয়ারেন্টিন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ওই সাতজনের বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবেন।’
এদিকে বাঞ্ছারামপুর উপজেলায় ওমিক্রন আক্রান্ত সন্দেহে দক্ষিণ আফ্রিকা ফেরত জনৈক আতিকুর রহমানকে (৪৮) খুঁজছে প্রশাসন। তিনি গত ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে বাঞ্ছারামপুর আসেন। তাঁর ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও রঞ্জিত বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ১৬ নভেম্বরে সাউথ আফ্রিকা থেকে ফেরেন। তাঁকে আমরা খুঁজে পাচ্ছি না। তাঁর ১৫ দিন কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। আমরা পুলিশের কাছে তথ্য দিয়েছি। পুলিশ খুঁজে বের করবে। তাঁকে খুঁজে পেলে তাঁর বাড়িতে লাল নিশান টাঙানো হবে।’
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখারও সিদ্ধান্ত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।
বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়।
সভা সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। তাঁদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন।
সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, ‘সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা হয়। এ সময় প্রবাসফেরত সবাইর কোয়ারেন্টিন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ওই সাতজনের বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবেন।’
এদিকে বাঞ্ছারামপুর উপজেলায় ওমিক্রন আক্রান্ত সন্দেহে দক্ষিণ আফ্রিকা ফেরত জনৈক আতিকুর রহমানকে (৪৮) খুঁজছে প্রশাসন। তিনি গত ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে বাঞ্ছারামপুর আসেন। তাঁর ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও রঞ্জিত বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ১৬ নভেম্বরে সাউথ আফ্রিকা থেকে ফেরেন। তাঁকে আমরা খুঁজে পাচ্ছি না। তাঁর ১৫ দিন কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। আমরা পুলিশের কাছে তথ্য দিয়েছি। পুলিশ খুঁজে বের করবে। তাঁকে খুঁজে পেলে তাঁর বাড়িতে লাল নিশান টাঙানো হবে।’
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবে এরই মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে বরিশাল গরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শনে
১৮ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত থেকে বদর আলী নামের এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর স্কুলপাড়া মাঠ থেকে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়।
৪১ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে হাবিবুর রহমান জিহাদ (১৫) নামের এক চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটোরিকশাটি বেচতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই ছিনতাইকারী।
১ ঘণ্টা আগেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার বিভিন্ন সড়কে নতুনভাবে উন্নয়ন কাজ হলেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি, ফলে বৃষ্টির পানি জমে থাকছে। এছাড়া, খালে পানি নামার পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে থাকে। এর ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছেন।
১ ঘণ্টা আগে