Ajker Patrika

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিরাময়কেন্দ্রের কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিরাময়কেন্দ্রের কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে রাজীব পাল (৩০) নামে মাদক নিরাময়কেন্দ্রের এক কর্মী নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে জেলা শহরের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাজীব শহরের ফুলবাড়ীয়া এলাকার প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের কর্মী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের ভুলতার কে. সি. পালের ছেলে। 

ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি (৩২) পলাতক রয়েছেন। এ ঘটনায় রাশেদ (২৬) নামে মাদক নিরাময়কেন্দ্রের আরেক কর্মী আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। রাশেদ জেলা শহরের ভাদুঘর এলাকার কুতুব মিয়ার ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, কাজীপাড়া মহল্লার ধোপাবাড়ি মোড় এলাকার সানু মিয়ার ছেলে রনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার সন্ধ্যায় সানু মিয়া তার ছেলেকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে যান। পরে রনিকে নেওয়ার জন্য তার বাড়িতে যান মাদক নিরাময়কেন্দ্রের দুই কর্মী রাজীব ও রাশেদ। কিন্তু রনি পুনর্বাসন কেন্দ্রে যেতে না চেয়ে ক্ষুব্ধ হয়ে রাজীব ও রাশেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাশেদ ও রাজীবকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। 

মোজাম্মেল হোসেন রেজা আরও বলেন, ঘাতককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বাঙালি সংস্কৃতির ভিত্তি হিন্দু ঐতিহ্য’: তসলিমা নাসরিনের মন্তব্যের জবাব দিলেন জাভেদ আখতার

লন্ডনে বিমানের ক্রু তৈফুরকে মাটিতে ফেলে পেটে কিল-ঘুষি

‘দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন’, ‘দিল্লি বাবা’র চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট

সোনার দাম বেড়েই চলেছে, নতুন রেকর্ড

গাজাগামী ফ্লোটিলা থেকে যুদ্ধজাহাজ প্রত্যাহারের পর যা বললেন ইতালির প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত