Ajker Patrika

৭ দিন পর বাসায় ফিরে আসিফ বললেন, ‘চাপে পড়ে’ সরে গিয়েছিলাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৫৫
৭ দিন পর বাসায় ফিরে আসিফ বললেন, ‘চাপে পড়ে’ সরে গিয়েছিলাম

পরিবার থেকে নিখোঁজ দাবি করা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিজ বাড়িতে ফিরেছেন। আজ বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে আশুগঞ্জের বাসায় ফেরেন তিনি। নিখোঁজের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে আবু আসিফ আহমেদ বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসায় আমি চাপ অনুভব করছিলাম। তাই সরে গিয়েছিলাম। নির্বাচন শেষ হওয়ায় আমি ফিরে এসেছি।’

তার স্ত্রী মেহেরুন নিসা মেহরিন বলেন, ‘এমনটা করার কারণ জানতে চাইলে তিনি আমাকে বলেন, অনেক ভয় পাচ্ছিলেন। তাঁর হাতে মোবাইল ছিল না। সে জন্যে কারও সঙ্গে যোগাযোগ করেননি। অন্য নম্বর থেকেও ফোন দেওয়ার সাহস পাননি। আমাকে বলেছেন আতঙ্কে ছিলেন। যেহেতু ইলেকশন শেষ, আতঙ্ক নেই। তাই চলে এসেছেন।’

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ঢাকার বাসায় আবু আসিফের অবস্থানের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হজের খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

নেছারাবাদে ছেলের গলায় দাও ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত