Ajker Patrika

থমথমে ব্রাহ্মণবাড়িয়া, নিরাপত্তা জোরদার

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৩: ৫৮
থমথমে ব্রাহ্মণবাড়িয়া, নিরাপত্তা জোরদার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শুক্রবার বিক্ষোভ ও প্রাণহানির পর বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরপত্তা জোরদার করা হয়েছে। শহরজুড়ে সুনশান নিরবতা।

বাড়তি নিরাপত্তা হিসেবে এরই মধ্যে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সাঁজোয়া যান নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও সরকারি, বেসরকারি স্থাপনা এলাকায় টহল দিচ্ছে। বিজিবি ছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও এবিপিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, গতকালের হামলার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে ১৪ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদির ঢাকা সফরকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় গতকাল হামলা চালায় স্থানীয় মাদ্রাসা ছাত্র ও হেফাজত কর্মী ও সমর্থকরা। এই সময় তারা সড়কের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে তারা। পরে বিক্ষুব্ধরা বিক্ষোভ মিছিল নিয়ে রেল স্টেশনে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত