ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা ‘এক আকাশের তারা’। গতকাল শনিবার রাতে জেলা শহরের সুর স্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে আমন্ত্রিত হয়ে আসেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগরতলার আবৃত্তি দল কাব্যায়ন। কাব্যায়নের পরিচালক দীপক সাহার নেতৃত্বে ১১ সদস্যের আবৃত্তি দল ‘ঋতু বৈচিত্র্য ও মানুষের পক্ষে’ শীর্ষক দুটি বৃন্দ পরিবেশনা করে ভারতের শিল্পীরা ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক দর্শককে মাতিয়ে রাখেন।
এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, দি আলাউদ্দিন সংগীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ত্রিপুরার নজরুল গবেষক মায়া রায়, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, নারী নেত্রী নন্দিতা গুহ।
অনুষ্ঠানের শুরুতেই ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা। প্রাসঙ্গিক একক আবৃত্তি করেন ভারতের শিল্পী দীপক সাহা ও বাংলাদেশের শিল্পী রোকেয়া দস্তগীর। এ সময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা মানুষ মহীয়ান, কাজের লোক ও মজার পদ্য শীর্ষক তিনটি বৃন্দ পরিবেশন করেন।
অনুষ্ঠানে দুই সংগঠনের পক্ষ থেকেই শুভেচ্ছা ক্রেস্ট-উপহার বিনিময় করা হয়। দীর্ঘ দুই ঘণ্টা শত শত দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো আবৃত্তি পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান উপভোগ করে উচ্ছ্বসিত দর্শকদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, রম্য লেখক পরিমল ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজুল কবীর, সংস্কৃতিসেবী জামিনুর রহমান, তরী আহ্বায়ক শামীম আহমেদ।
আমন্ত্রিত আবৃত্তি দল কাব্যায়ন পরিচালক দীপক সাহা বলেন, ‘আমরা রাজনৈতিক কাঁটাতার অতিক্রম করে কবিতার ছন্দে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এসেছি। আমরা চাই নিয়মিত এমন সম্প্রীতির আয়োজন হোক দুই দেশেই। মানুষ মানুষের পক্ষেই দাঁড়াক।’
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বন্ধুত্বের। এই বন্ধুত্ব আরও বাড়াতে সম্প্রীতি বাড়াতে হবে নাগরিকদের মধ্যে। সেই লক্ষ্যেই আমরা প্রতি বছর ভারত-বাংলাদেশ আবৃত্তির আয়োজন করি।’
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ সম্প্রীতির আবৃত্তিসন্ধ্যা ‘এক আকাশের তারা’। গতকাল শনিবার রাতে জেলা শহরের সুর স্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে আমন্ত্রিত হয়ে আসেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগরতলার আবৃত্তি দল কাব্যায়ন। কাব্যায়নের পরিচালক দীপক সাহার নেতৃত্বে ১১ সদস্যের আবৃত্তি দল ‘ঋতু বৈচিত্র্য ও মানুষের পক্ষে’ শীর্ষক দুটি বৃন্দ পরিবেশনা করে ভারতের শিল্পীরা ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক দর্শককে মাতিয়ে রাখেন।
এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, দি আলাউদ্দিন সংগীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ত্রিপুরার নজরুল গবেষক মায়া রায়, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, নারী নেত্রী নন্দিতা গুহ।
অনুষ্ঠানের শুরুতেই ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা। প্রাসঙ্গিক একক আবৃত্তি করেন ভারতের শিল্পী দীপক সাহা ও বাংলাদেশের শিল্পী রোকেয়া দস্তগীর। এ সময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা মানুষ মহীয়ান, কাজের লোক ও মজার পদ্য শীর্ষক তিনটি বৃন্দ পরিবেশন করেন।
অনুষ্ঠানে দুই সংগঠনের পক্ষ থেকেই শুভেচ্ছা ক্রেস্ট-উপহার বিনিময় করা হয়। দীর্ঘ দুই ঘণ্টা শত শত দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো আবৃত্তি পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান উপভোগ করে উচ্ছ্বসিত দর্শকদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, রম্য লেখক পরিমল ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজুল কবীর, সংস্কৃতিসেবী জামিনুর রহমান, তরী আহ্বায়ক শামীম আহমেদ।
আমন্ত্রিত আবৃত্তি দল কাব্যায়ন পরিচালক দীপক সাহা বলেন, ‘আমরা রাজনৈতিক কাঁটাতার অতিক্রম করে কবিতার ছন্দে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এসেছি। আমরা চাই নিয়মিত এমন সম্প্রীতির আয়োজন হোক দুই দেশেই। মানুষ মানুষের পক্ষেই দাঁড়াক।’
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বন্ধুত্বের। এই বন্ধুত্ব আরও বাড়াতে সম্প্রীতি বাড়াতে হবে নাগরিকদের মধ্যে। সেই লক্ষ্যেই আমরা প্রতি বছর ভারত-বাংলাদেশ আবৃত্তির আয়োজন করি।’
রংপুর বিভাগজুড়ে প্রতিদিন গড়ে দেড় হাজারের বেশি পশু জবাই করা হচ্ছে। কিন্তু এসব পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। বিভাগে ১ হাজার ৩০৩টি হাট-বাজার রয়েছে, তবে কোথাও নেই আধুনিক কসাইখানা বা ভেটেরিনারি সার্জনের উপস্থিতি।
৫ ঘণ্টা আগেচারদিকে ঝোপঝাড়। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। নেই টিউবওয়েল। এ দৃশ্য রংপুরের পীরগাছা উপজেলার প্রতিপাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পে। বর্তমানে সেখানকার ২৮ ঘরই তালাবদ্ধ। বারান্দায় খড়, লাকড়ি স্তূপ করে রাখা। কোথাও ধরেছে ফাটল, কোথাও দেখা দিয়েছে ভাঙন। অভিযোগ রয়েছে, স্থানীয় ভূমিহীনদের ঘর বরাদ্দ না দিয়ে বাইরের...
৬ ঘণ্টা আগেজনবলসংকট, যন্ত্রপাতির অপ্রতুলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে সরকারি এ হাসপাতালটির চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও রোগীরা। এদিকে চিকিৎসক ও জনবল সংকটে হাসপাতালটিতে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে...
৬ ঘণ্টা আগেরাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার রাতে আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত...
৬ ঘণ্টা আগে