Ajker Patrika

জনগণের ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৬: ৪১
জনগণের ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘২০১৮ সালে জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছেন। শেখ হাসিনার সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। পাঁচ বছর পূর্ণ হলে আগামী নির্বাচনে জনগণ নির্ধারণ করবে কে সরকার গঠন করবে।’ 

আজ শুক্রবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের খাসজমিতে ৮৫টি ঘর নির্মাণের নতুন জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। 

এ সময় আইনসচিব মো. গোলাম সরোয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্ত্রী আরও বলেন, ‘ভারতের বাধার মুখে বন্ধ থাকা কসবা রেল স্টেশন ও সালদা নদী রেল স্টেশনে ডাবল রেললাইন নির্মাণকাজ পুনরায় শুরুর বিষয়ে আলোচনা চলছে।’ 

পরে মন্ত্রী পৌর সদরে কসবা ডায়াবেটিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করেন। বিকেলে উপজেলার মনকাশাইর এলাকায় নবনির্মিত দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন পরিবারের গৃহে প্রবেশ ও চাবি হস্তান্তর অনুষ্ঠান, বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে মাতৃমঙ্গল ও শিশুকল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...