Ajker Patrika

নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়েরপুকুর গ্রামের কাঠবাসনা মাঠের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলাম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ বুধবার সকালে মাঠে ধান কাটতে যাওয়া কৃষকেরা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশে পচন ধরায় চেহারা দেখে কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে পুলিশ আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করে।

জাহিদুলের ছোট ভাই এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, গত শনিবার সকালে ধান কাটতে মাঠে যান তাঁর ভাই জাহিদুল। সেখান থেকে আর বাড়ি ফেরেননি তিনি। তাঁর ব্যবহৃত মোবাইলে বারবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর হদিস মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ধানখেতে লাশ ফেলে রেখে গেছে। লাশে পচন ধরায় আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত