Ajker Patrika

শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৩) বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। 

কিশোরকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম। তিনি জানান, ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।’ 

এজাহার থেকে জানা গেছে, ৮ মে সকালে শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে ওই ছাত্রীকে লুকোচুরি খেলার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় কিশোর। এরপর বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করে কিশোর। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। 

দেরিতে মামলা দায়েরের কারণ জানতে চাইলে শিশুটির বাবা বলেন, ‘আমি কিশোরের পরিবারের সদস্যদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কয়েক দিন অপেক্ষা করেও তাঁদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। গতকাল রাতে আমার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত