Ajker Patrika

বগুড়ায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন স্থগিত

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন স্থগিত

বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুন এ নির্বাচন হওয়ার কথা ছিল। মঙ্গলবার (২০ মে) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ও স্বেচ্ছাচারীভাবে গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়নি। বিভাগীয় শ্রম দপ্তর থেকে নির্বাচন পরিচালনার জন্য যে চিঠি ইস্যু করা হয়েছিল, সেটিও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার লক্ষ্যে যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, সেটি আদালতের আদেশে স্থগিত হয়েছে। এখন থেকে সমিতির কার্যক্রম আগের নিয়মেই চলবে।

এ বিষয়ে জানার জন্য বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি। অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত