শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত এনামুল হক (৩০) হাপুনিয়া কলোনি এলাকার মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত এনামুল তাঁর খালা জাহানারা খাতুনের বাড়িতে থাকতেন। ২০১৩ সালে একই এলাকার মনির উদ্দিনের স্ত্রী সালমা বেগম ছুরিকাঘাতে নিহত হন। এনামুল সেই হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন। তখন তাঁকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। পরে ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে তিনি খালার বাড়িতে বসবাস করতেন।
তবে, জামিনে মুক্ত হয়ে এনামুল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা।
এ বিষয়ে নিহতের খালা জাহানারা খাতুন বলেন, ‘এনামুল মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল, সেই ঘর এনামুল বিক্রি করে ফেলেছে। পরে আবারও একটি ছোট্ট কুঁড়েঘর দেওয়া হয়েছিল। সারা রাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকালে বাড়িতে এসে এনামুল ওই কুঁড়েঘরে ঘুমাত। কিন্তু আজ সকালে আর বাড়ি ফেরেনি। সকাল সাড়ে ৮টায় এলাকাবাসী তার মরদেহ দেখে আমাকে খবর দেয়। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা কেই অনুমান করতে পারছে না।’
শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম এনামুলের হত্যা মামলার আসামি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের গলায় ও পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিহিত পোশাক ও এলাকাবাসীর তথ্য অনুসারে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা অব্যাহত আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বগুড়ার শেরপুরে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত এনামুল হক (৩০) হাপুনিয়া কলোনি এলাকার মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত এনামুল তাঁর খালা জাহানারা খাতুনের বাড়িতে থাকতেন। ২০১৩ সালে একই এলাকার মনির উদ্দিনের স্ত্রী সালমা বেগম ছুরিকাঘাতে নিহত হন। এনামুল সেই হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন। তখন তাঁকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। পরে ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে তিনি খালার বাড়িতে বসবাস করতেন।
তবে, জামিনে মুক্ত হয়ে এনামুল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা।
এ বিষয়ে নিহতের খালা জাহানারা খাতুন বলেন, ‘এনামুল মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল, সেই ঘর এনামুল বিক্রি করে ফেলেছে। পরে আবারও একটি ছোট্ট কুঁড়েঘর দেওয়া হয়েছিল। সারা রাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকালে বাড়িতে এসে এনামুল ওই কুঁড়েঘরে ঘুমাত। কিন্তু আজ সকালে আর বাড়ি ফেরেনি। সকাল সাড়ে ৮টায় এলাকাবাসী তার মরদেহ দেখে আমাকে খবর দেয়। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা কেই অনুমান করতে পারছে না।’
শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম এনামুলের হত্যা মামলার আসামি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের গলায় ও পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিহিত পোশাক ও এলাকাবাসীর তথ্য অনুসারে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা অব্যাহত আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৭ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৭ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
৮ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে