বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাগ্বিতণ্ডার জেরে এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আহত ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৬) মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ফাহিম মেডিকেলের ২৫ তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
ফাহিমকে ছুরিকাঘাত করে ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীর (৫৫) ছেলে শাকিল বেপারি (২৫)। এ ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও তাঁর বাবা ফরিদকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
মেডিকেল ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছিলেন ফরিদ বেপারী এবং তাঁর ছেলে শাকিল। তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ফাহিম। ঝালমুড়ি খেতে ভালো না লাগায় তিনি ঝালমুড়ির প্যাকেট দিয়ে বিক্রেতা ফরিদের মাথায় আঘাত করেন। এ সময় ফরিদের পাশে থাকা তাঁর ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।
পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ফরিদ বেপারীকে আটক করে।
এদিকে ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু করেছে মেডিকেল শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচারের দাবির পাশাপাশি ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।
শজিমেক শিক্ষার্থী ওয়াসিম বলেন, ‘বহিরাগত একজন মানুষ তুচ্ছ কারণে ছুরিকাঘাত করেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ফুটপাতের এসব বিক্রেতারা ক্যাম্পাসের ভেতরে এসেও ব্যবসা করে। বেসরকারি অ্যাম্বুলেন্সেও কিছু বহিরাগত থাকে। কলেজ এলাকা এবং ফুটপাত থেকে সব বহিরাগতকে উচ্ছেদ করতে হবে। দ্রুত অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করতে হবে।’
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই সারিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শাকিলকে ধরতে অভিযান চলছে। মেডিকেল এরিয়ায় পুলিশ মোতায়েন আছে।’
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাগ্বিতণ্ডার জেরে এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আহত ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৬) মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ফাহিম মেডিকেলের ২৫ তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
ফাহিমকে ছুরিকাঘাত করে ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীর (৫৫) ছেলে শাকিল বেপারি (২৫)। এ ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও তাঁর বাবা ফরিদকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
মেডিকেল ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছিলেন ফরিদ বেপারী এবং তাঁর ছেলে শাকিল। তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ফাহিম। ঝালমুড়ি খেতে ভালো না লাগায় তিনি ঝালমুড়ির প্যাকেট দিয়ে বিক্রেতা ফরিদের মাথায় আঘাত করেন। এ সময় ফরিদের পাশে থাকা তাঁর ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।
পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ফরিদ বেপারীকে আটক করে।
এদিকে ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু করেছে মেডিকেল শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচারের দাবির পাশাপাশি ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।
শজিমেক শিক্ষার্থী ওয়াসিম বলেন, ‘বহিরাগত একজন মানুষ তুচ্ছ কারণে ছুরিকাঘাত করেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ফুটপাতের এসব বিক্রেতারা ক্যাম্পাসের ভেতরে এসেও ব্যবসা করে। বেসরকারি অ্যাম্বুলেন্সেও কিছু বহিরাগত থাকে। কলেজ এলাকা এবং ফুটপাত থেকে সব বহিরাগতকে উচ্ছেদ করতে হবে। দ্রুত অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করতে হবে।’
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই সারিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শাকিলকে ধরতে অভিযান চলছে। মেডিকেল এরিয়ায় পুলিশ মোতায়েন আছে।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনিখোঁজের দুই দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে তায়বা (৬) নামের এক শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ছৈয়ালকান্দি গ্রামের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেএকটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর পেট ব্যথা শুরু হলে সে তার আরেক সহপাঠীকে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। অসুস্থ ওই শিক্ষার্থীকে পেট পরীক্ষার নামে কবিরাজ তাকে গোপন কক্ষে নিয়ে যান। সেখানে কৌশলে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই শিক্ষার্থীর সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল।
২ ঘণ্টা আগে