বগুড়া প্রতিনিধি
বগুড়ায় এক লাখ জাল টাকাসহ জাল নোট তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া গ্রামের একটি মুদিদোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জাল নোট তৈরি চক্রের দুই সদস্য হলেন গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি গ্রামের শহিদ (৩৭) এবং জয়ভোগা গ্রামের সাজু ওরফে সুজা (৩৫)।
বগুড়া ডিবির উপপরিদর্শক (এসআই) আলী জাহান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গতকাল রাতে সন্ধ্যাবাড়ি গ্রামের একটি মুদিদোকানের সামনে ছদ্মবেশে অবস্থান নেয়। সেখানে শহিদ এক লাখ টাকার জাল নোট সাজু ওরফে সুজার কাছে হস্তান্তর করেন। তখন দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া শহিদের বিরুদ্ধে একটি এবং সাজুর বিরুদ্ধে দুটি জাল নোট সরবরাহের অভিযোগে মামলা রয়েছে।
ডিবির এসআই আলী জাহান আজকের পত্রিকাকে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন গরুর হাটে জাল নোট সরবরাহের জন্য টাকা হস্তান্তর করছিলেন বলে স্বীকার করেছেন। বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা দিয়ে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জেলা ডিবির এসআই আলী জাহান বাদী হয়ে আজ বুধবার জাল নোটসহ দুজনকে থানায় হস্তান্তর করে মামলা করেছেন। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ায় এক লাখ জাল টাকাসহ জাল নোট তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া গ্রামের একটি মুদিদোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জাল নোট তৈরি চক্রের দুই সদস্য হলেন গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি গ্রামের শহিদ (৩৭) এবং জয়ভোগা গ্রামের সাজু ওরফে সুজা (৩৫)।
বগুড়া ডিবির উপপরিদর্শক (এসআই) আলী জাহান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গতকাল রাতে সন্ধ্যাবাড়ি গ্রামের একটি মুদিদোকানের সামনে ছদ্মবেশে অবস্থান নেয়। সেখানে শহিদ এক লাখ টাকার জাল নোট সাজু ওরফে সুজার কাছে হস্তান্তর করেন। তখন দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া শহিদের বিরুদ্ধে একটি এবং সাজুর বিরুদ্ধে দুটি জাল নোট সরবরাহের অভিযোগে মামলা রয়েছে।
ডিবির এসআই আলী জাহান আজকের পত্রিকাকে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন গরুর হাটে জাল নোট সরবরাহের জন্য টাকা হস্তান্তর করছিলেন বলে স্বীকার করেছেন। বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা দিয়ে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জেলা ডিবির এসআই আলী জাহান বাদী হয়ে আজ বুধবার জাল নোটসহ দুজনকে থানায় হস্তান্তর করে মামলা করেছেন। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে মোট ছয়জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
১৯ মিনিট আগের্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে। আমরা এটি টের পাচ্ছি। এ নিয়ে আমাদের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করছি।’
৩১ মিনিট আগে১৩ দিনের নবজাতককে নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহাজাদী ও তাঁর মা নার্গিস বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার তাঁদের জামিন মঞ্জুর করেন।
৩৬ মিনিট আগেগাভির সঙ্গে দুধ দিচ্ছে ১৯ দিন বয়সী একটি বাছুরও। খামারমালিক হারুনুর রশিদ বলছেন, বাছুরটি প্রতিদিন প্রায় আধা লিটারের মতো দুধ দিচ্ছে। অনেকে বাছুরটি দেখতে আসছেন। কেউ দাঁড়িয়ে দুধ দোহন দেখছেন আবার কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।
৩৯ মিনিট আগে