Ajker Patrika

ভোলায় ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৮

প্রতিনিধি, ভোলা
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৩: ০৫
ভোলায় ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৮

ভোলা জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলের মানুষ। ভোলায় ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের সবার বাড়ি ভোলা সদর উপজেলায়। আজ শনিবার ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ভোলায় ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৮৪৯। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৭৯ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ১৩ জন, চরফ্যাশনে ১২ জন পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৭৩১ জন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ভোলায় করোনার সংক্রমণে রোগীর সংখ্যা বাড়ছে। এ জেলার অনেক মানুষ মাস্ক পরে না। এ ছাড়া করোনার সংক্রমণ রোগীরা লক্ষণ গোপন করে চিকিৎসা নিচ্ছে। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে। যারা করোনায় আক্রান্ত, তারা কোয়ারেন্টিনে না থেকে তার আগেই বের হয়ে যাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রচারণা বাড়াতে হবে। ইউনিয়ন কমিটির নিয়মিত মনিটরিং করতে হবে। সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

স্ত্রী পুরুষ নন—আদালতে প্রমাণ করতে হবে মাখোঁকে

দায়িত্বে অবহেলায় নির্বাচন কর্মকর্তাদের শাস্তি বাড়ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত