ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ গত রোববার ডুবে যায় এমভি সাগর নন্দিনী-২ নামের একটি জাহাজ। এ ঘটনার তিন দিন পার হলেও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত উদ্ধার কাজ সম্ভব হয়নি। জাহাজের তেল ছড়িয়ে পড়ছে নদীতে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ভাটার টানে সাগরেও পৌঁছে যাচ্ছে এ তেল। ফলে তুলাতলি এলাকায় নদীতে মাছ শিকার করতে পারছে না জেলেরা। তাঁরা তেলের ঝাঁজে নাকাল হয়ে পড়েছেন। এতে ইলিশের অভয়ারণ্যসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
নদীতে জাহাজের তেল ভেসে যাওয়ায় মেঘনার তীরবর্তী এলাকার বাসিন্দারা গত দুদিন ধরে মেঘনার পানি ব্যবহার করছেন না। নদী দূষণের আশঙ্কাও করছেন স্থানীয়রা।
জাহাজ দুর্ঘটনার পর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত জাহাজ মালিক পদ্মা ওয়েল কোম্পানি, বিআইডব্লিউটিএ ও পেট্রোবাংলা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই তিন তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের (পাঁচ কর্মদিবস) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
মেঘনা নদীতে মাছ শিকার করতে আসা জেলে মো. রুবেল জানান, গত দুই দিন ধরে তেলের ঝাঁজালো গন্ধের কারণে তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁকে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে হচ্ছে।
তুলাতলি মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘সব সময়ই মেঘনা নদীতে গোসল করতাম। কিন্তু আজ দুদিন ধরে নদীতে গোসল করছি না।’
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-সংরক্ষণ) মো. শাহাজাহান মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদপুর থেকে একটি বর্জ্য ও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশা করছি আগামীকাল বুধবার উদ্ধারকাজ পুরোপুরি শুরু করা যাবে।’
শাহজাহান আরও বলেন, জাহাজটি ম্যারিন আইন ভঙ্গ করে চালানোর কারণে দুর্ঘটনার কবলে পড়েছে। তাই জাহাজ সাগর নন্দি-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা।
তদন্তকারী কর্মকর্তা পদ্মা অয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেক বলেন, দুর্ঘটনাকবলিত কার্গোটি উদ্ধারের পর বলা যাবে সেটিতে কি পরিমাণ ডিজেল অবশিষ্ট আছে। এরপর বোঝা যাবে আসলে পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা।
আসিফ মালেক আরও বলেন, এ ব্যাপারে কার্গো মালিকপক্ষ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা বলেন, এ তেল নদী থেকে সাগরেও ছড়িয়ে পড়ছে। এতে মাছের মারাত্মক ক্ষতি হবে। বিশেষ করে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাবে।
ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ গত রোববার ডুবে যায় এমভি সাগর নন্দিনী-২ নামের একটি জাহাজ। এ ঘটনার তিন দিন পার হলেও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত উদ্ধার কাজ সম্ভব হয়নি। জাহাজের তেল ছড়িয়ে পড়ছে নদীতে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ভাটার টানে সাগরেও পৌঁছে যাচ্ছে এ তেল। ফলে তুলাতলি এলাকায় নদীতে মাছ শিকার করতে পারছে না জেলেরা। তাঁরা তেলের ঝাঁজে নাকাল হয়ে পড়েছেন। এতে ইলিশের অভয়ারণ্যসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
নদীতে জাহাজের তেল ভেসে যাওয়ায় মেঘনার তীরবর্তী এলাকার বাসিন্দারা গত দুদিন ধরে মেঘনার পানি ব্যবহার করছেন না। নদী দূষণের আশঙ্কাও করছেন স্থানীয়রা।
জাহাজ দুর্ঘটনার পর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত জাহাজ মালিক পদ্মা ওয়েল কোম্পানি, বিআইডব্লিউটিএ ও পেট্রোবাংলা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই তিন তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের (পাঁচ কর্মদিবস) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
মেঘনা নদীতে মাছ শিকার করতে আসা জেলে মো. রুবেল জানান, গত দুই দিন ধরে তেলের ঝাঁজালো গন্ধের কারণে তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁকে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে হচ্ছে।
তুলাতলি মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘সব সময়ই মেঘনা নদীতে গোসল করতাম। কিন্তু আজ দুদিন ধরে নদীতে গোসল করছি না।’
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-সংরক্ষণ) মো. শাহাজাহান মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদপুর থেকে একটি বর্জ্য ও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশা করছি আগামীকাল বুধবার উদ্ধারকাজ পুরোপুরি শুরু করা যাবে।’
শাহজাহান আরও বলেন, জাহাজটি ম্যারিন আইন ভঙ্গ করে চালানোর কারণে দুর্ঘটনার কবলে পড়েছে। তাই জাহাজ সাগর নন্দি-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা।
তদন্তকারী কর্মকর্তা পদ্মা অয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেক বলেন, দুর্ঘটনাকবলিত কার্গোটি উদ্ধারের পর বলা যাবে সেটিতে কি পরিমাণ ডিজেল অবশিষ্ট আছে। এরপর বোঝা যাবে আসলে পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা।
আসিফ মালেক আরও বলেন, এ ব্যাপারে কার্গো মালিকপক্ষ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা বলেন, এ তেল নদী থেকে সাগরেও ছড়িয়ে পড়ছে। এতে মাছের মারাত্মক ক্ষতি হবে। বিশেষ করে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাবে।
ভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৮ মিনিট আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরের রোহিতায় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুর থেকে এক কিশোরীর (১৩) লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কিশোরীর বাবা মাওলানা আইনুল হক নিজেই মেয়েকে দোকান থেকে রুটি চুরির অপরাধে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে ঠিক করা হয়েছে, অতিসত্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দরের...
১ ঘণ্টা আগে