চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে নিখোঁজের ১০ দিন পরেও খোঁজ মেলেনি ইব্রাহিম (১২) নামের এক মাদ্রাসাছাত্রের। নিখোঁজ সন্তানের সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাবা-মা। নিখোঁজের সন্ধান চেয়ে ইব্রাহিমের বাবা বাদী হয়ে গত শনিবার দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, গত রোববার (২২ মে) দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজ ইব্রাহিম দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। সে একই এলাকার আয়েশা খাতুন হাফিজিয়া মাদ্রাসাছাত্র।
নিখোঁজ ইব্রাহিমের বাবা ফরিদ উদ্দিন জানান, শনিবার (২১ মে) আহাম্মদপুর ইউনিয়নের তার বাড়ি থেকে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে তার ভায়রা জাহাঙ্গীরের বাড়িতে বেড়াতে যায় ইব্রাহিম। এর পরদিন বেড়ানো শেষে জাহাঙ্গীরের বাড়ি থেকে ইব্রাহিম রওয়ানা হয়। যথাসময়ে বাড়িতে না আসার কারণে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। এ ঘটনায় প্রায় এক সপ্তাহ পর (২৮ মে) শনিবার দুলারহাট থানায় সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ১০ দিন অতিবাহিত হওয়ার পর সন্তানের কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ শিশুটির বাবা ফরিদ উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এখনো তার কোনো সন্ধান মেলেনি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে নিখোঁজের ১০ দিন পরেও খোঁজ মেলেনি ইব্রাহিম (১২) নামের এক মাদ্রাসাছাত্রের। নিখোঁজ সন্তানের সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাবা-মা। নিখোঁজের সন্ধান চেয়ে ইব্রাহিমের বাবা বাদী হয়ে গত শনিবার দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, গত রোববার (২২ মে) দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজ ইব্রাহিম দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। সে একই এলাকার আয়েশা খাতুন হাফিজিয়া মাদ্রাসাছাত্র।
নিখোঁজ ইব্রাহিমের বাবা ফরিদ উদ্দিন জানান, শনিবার (২১ মে) আহাম্মদপুর ইউনিয়নের তার বাড়ি থেকে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে তার ভায়রা জাহাঙ্গীরের বাড়িতে বেড়াতে যায় ইব্রাহিম। এর পরদিন বেড়ানো শেষে জাহাঙ্গীরের বাড়ি থেকে ইব্রাহিম রওয়ানা হয়। যথাসময়ে বাড়িতে না আসার কারণে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। এ ঘটনায় প্রায় এক সপ্তাহ পর (২৮ মে) শনিবার দুলারহাট থানায় সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ১০ দিন অতিবাহিত হওয়ার পর সন্তানের কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় নিখোঁজ শিশুটির বাবা ফরিদ উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এখনো তার কোনো সন্ধান মেলেনি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান এবং মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগে নিয়োগের ক্ষেত্রে এমন অভিযোগ উঠেছে। এর মধ্যে মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের
২ মিনিট আগেদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত হিলি। এই বন্দর এলাকায় অবস্থিত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্থলবন্দর ও উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে নানা কারণে বরাবরই মুখ থুবড়ে পড়ে আছে এটি। উন্নতমানের অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের সংকটে আজও চালু হয়নি
৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৮ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৮ ঘণ্টা আগে