Ajker Patrika

কলাপাড়া জেলে পরিবারে মাতম, এখনো নিখোঁজ ১৩৩ জেলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৪: ৫৮
কলাপাড়া জেলে পরিবারে মাতম, এখনো নিখোঁজ ১৩৩ জেলে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ২৭টি মাছ ধরা ট্রলার। যার মধ্যে এখনো হদিস মেলেনি ৭টি ট্রলারসহ অন্তত ১৩৩ জেলের। নিখোঁজ এসব জেলে পরিবারে চলছে আহাজারি। 

তবে গত দুই দিনে উদ্ধার করা হয়েছে বিপদগ্রস্ত ৩ শতাধিক জেলেকে। মৎস্য মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার ও কোস্টগার্ডের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন ও সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় এসব জেলেদের উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতি। 

এদিকে নিখোঁজ জেলেদের পরিবারে সদস্যরা রয়েছেন প্রিয়জনের অপেক্ষায়। লালুয়ার হারুন মাঝির ট্রলারে নিখোঁজ সেলিমের ভাগনে কাওসার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সেলিম খালুসহ ওই ট্রলারে থাকা ১৩ জন আজ ৬ দিন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ না পাওয়ায় আমরা খুবই চিন্তিত।’ 

এদিকে নিখোঁজ জেলেদের পরিবারকে সান্ত্বনা দিতে রোববার রাতে মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। এ সময় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা ও কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় জেলেদের দাবির প্রেক্ষিতে এমপি মহিব দুর্যোগ সহনীয় একটি উদ্ধারকারী নৌ-যানের ব্যবস্থার আশ্বাস দেন। 

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আলীপুরের এখনো ৬টি ট্রলারসহ ১১২ জেলের হদিস মিলছে না। এ ছাড়া সাগরে নিমজ্জিত হওয়া ১২টি ট্রলারের ৯ জেলে এখনো নিখোঁজ রয়েছে। প্রতি বছরই ঘূর্ণিঝড় ও সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে আমাদের এখানে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে জেলেরা নিখোঁজ হয়। মূলত আমাদের এখানে কোনো উদ্ধারকারী নৌ-যান নেই।’ 

নিখোঁজ জেলেদের পরিবারকে সান্ত্বনা দিতে রোববার রাতে মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবমহিপুর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, মহিপুরে ১২ জেলেসহ এফবি মা বাবার দোয়া নামের একটি ট্রলার নিখোঁজ রয়েছে। এ ছাড়া ডুবে যাওয়া ১৫ ট্রলারের সকল জেলের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু জেলে ভারতে উদ্ধার হয়েছে। আশা করছি এসব জেলেদের দেশে ফিরিয়ে আনতে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। 

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ জেলে পরিবারে আহাজারি চলছে। আমিসহ নেতা-কর্মীরা মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা পরিদর্শন করে জেলেদের খোঁজ খবর নিয়েছি। তাঁরা এখানে একটি দুর্যোগ সহনশীল উদ্ধারকারী নৌ-যানের দাবি জানিয়েছে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করব এবং জাতীয় সংসদে বিষয়টি উপস্থাপন করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত