নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল বিএনপির ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বরিশাল ও ঢাকায় তাঁরা আটক হন বলে মহানগর ও জেলা বিএনপি নেতারা জানিয়েছেন।
দলীয় নেতারা জানান, বরিশাল থেকে আটক হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জামাল হোসেন। ঢাকার উদ্দেশে রওনা হলে গতকাল বৃহস্পতিবার রাতে সুলতান শরীফকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং জামালকে জাগুয়া এলাকা থেকে আটক করা হয়।
মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, আজ শুক্রবার ভোরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক হন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব কাজী গোলাম কিবরিয়া মুন্না, সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন। লঞ্চ থেকে ঢাকায় নেমে গন্তব্যে যাওয়ার সময় ওয়ারী থানা-পুলিশ তাঁদের আটক করে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবু নাসের রহমত উল্লাহ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে উপজেলার বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ হোসেন এবং মহানগরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ খানকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আটক করা হয়।
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির পদহীন নেতা শাহাদত খানকে আজ শুক্রবার দুপুরে মাহিলাড়া বাজার থেকে এবং বাজারের পোলট্রি ব্যবসায়ী বিএনপি সমর্থক সবুজ সিকদারকে বাড়ি থেকে আটক করা হয়। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল সরকার।
রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল বিএনপির ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বরিশাল ও ঢাকায় তাঁরা আটক হন বলে মহানগর ও জেলা বিএনপি নেতারা জানিয়েছেন।
দলীয় নেতারা জানান, বরিশাল থেকে আটক হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জামাল হোসেন। ঢাকার উদ্দেশে রওনা হলে গতকাল বৃহস্পতিবার রাতে সুলতান শরীফকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং জামালকে জাগুয়া এলাকা থেকে আটক করা হয়।
মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, আজ শুক্রবার ভোরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক হন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব কাজী গোলাম কিবরিয়া মুন্না, সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন। লঞ্চ থেকে ঢাকায় নেমে গন্তব্যে যাওয়ার সময় ওয়ারী থানা-পুলিশ তাঁদের আটক করে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবু নাসের রহমত উল্লাহ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে উপজেলার বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ হোসেন এবং মহানগরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ খানকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আটক করা হয়।
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির পদহীন নেতা শাহাদত খানকে আজ শুক্রবার দুপুরে মাহিলাড়া বাজার থেকে এবং বাজারের পোলট্রি ব্যবসায়ী বিএনপি সমর্থক সবুজ সিকদারকে বাড়ি থেকে আটক করা হয়। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল সরকার।
চাঁপাইনবাবগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দিন ধরে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ৭ জন। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাপ্রার্থীরা।
১১ মিনিট আগেহত্যা মামলাটি চলছে ৩৫ বছর ধরে। এর মধ্যে ১৮ বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরে বাদী মারা গেছেন ২০০৯ সালে। রায়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে পরপর আট দফায়। কিন্তু রায় আর হয়নি। ভুক্তভোগীর পরিবারের অপেক্ষার পালাও শেষ হয় না। মামলায় রায়ের তারিখ উল্টে আবার যুক্তিতর্কের দিনক্ষণ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট আদালত।
৪১ মিনিট আগেমৌলভীবাজারের জুড়ী উপজেলা বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় সেখানকার ব্যবসায়ীরা প্রতিদিন পাশের জুড়ী নদীতে ফেলেন ময়লা-আবর্জনা। এসব বর্জ্য কোনো বাধা ছাড়াই গিয়ে পড়ছে দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরে। এতে যেমন নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, তেমনি বৈশিষ্ট্য হারাচ্ছে হাওর।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর ও পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ বিশেষ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
২ ঘণ্টা আগে