নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সদরের বুখাইনগর নদী থেকে দুই পা বাঁধা অবস্থায় তোতা মিয়া (২৮) নামের এক দিনমজুরকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
উদ্ধারের পর তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি আজ বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
জানা গেছে, পেশায় টাইলস মিস্ত্রি তোতা মিয়া বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের আশ্রব আলীর ছেলে। তিনি একই উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদেরহাট গ্রামে শ্বশুর নুরুজ্জামানের বাড়িতে থাকেন। তোতা মিয়া এক কন্যাসন্তানের বাবা।
হাসপাতালে ভর্তি তোতা মিয়া সাংবাদিকদের জানান, কয়েক বছর আগে জাহিদ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। গতকাল বুধবার দুপুরে বুখাইনগরে তাঁর সঙ্গে দেখা হয়। তখন তোতাকে নিয়ে স্পিডবোটে ঘুরতে যান জাহিদ। বিকেলে পার্শ্ববর্তী সাহেবের হাট এলাকায় পৌঁছালে আরও দুই ব্যক্তি স্পিডবোটে ওঠেন।
তোতা মিয়া আরও বলেন, সন্ধ্যায় তোতা মিয়াকে জাহিদসহ অন্যরা মারধর করে মানিব্যাগসহ ছয় হাজার টাকা ছিনিয়ে নেন। তখন তোতার দুই পা বেঁধে ফেলে তারা। এ সময় দুই হাত বেঁধে কালাবদর নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করলে তিনি লাফিয়ে নদীতে পড়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।
বন্দর থানার ওসি আসাদুজ্জামান বলেন, স্পিডবোট ভাড়া করে হত্যাচেষ্টার ঘটনা রহস্যজনক। তদন্ত শেষে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল সদরের বুখাইনগর নদী থেকে দুই পা বাঁধা অবস্থায় তোতা মিয়া (২৮) নামের এক দিনমজুরকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
উদ্ধারের পর তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি আজ বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
জানা গেছে, পেশায় টাইলস মিস্ত্রি তোতা মিয়া বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের আশ্রব আলীর ছেলে। তিনি একই উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদেরহাট গ্রামে শ্বশুর নুরুজ্জামানের বাড়িতে থাকেন। তোতা মিয়া এক কন্যাসন্তানের বাবা।
হাসপাতালে ভর্তি তোতা মিয়া সাংবাদিকদের জানান, কয়েক বছর আগে জাহিদ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। গতকাল বুধবার দুপুরে বুখাইনগরে তাঁর সঙ্গে দেখা হয়। তখন তোতাকে নিয়ে স্পিডবোটে ঘুরতে যান জাহিদ। বিকেলে পার্শ্ববর্তী সাহেবের হাট এলাকায় পৌঁছালে আরও দুই ব্যক্তি স্পিডবোটে ওঠেন।
তোতা মিয়া আরও বলেন, সন্ধ্যায় তোতা মিয়াকে জাহিদসহ অন্যরা মারধর করে মানিব্যাগসহ ছয় হাজার টাকা ছিনিয়ে নেন। তখন তোতার দুই পা বেঁধে ফেলে তারা। এ সময় দুই হাত বেঁধে কালাবদর নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করলে তিনি লাফিয়ে নদীতে পড়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।
বন্দর থানার ওসি আসাদুজ্জামান বলেন, স্পিডবোট ভাড়া করে হত্যাচেষ্টার ঘটনা রহস্যজনক। তদন্ত শেষে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নুরাল পাগলার আস্তানায় হামলার ৬ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ীর পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) পদে সংযুক্ত করা হয়।
৩ মিনিট আগেগ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম হচ্ছে নৌকাবাইচ। জীবনযাপনে আধুনিকতার সংস্পর্শে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের এই উৎসবটি। ঐতিহ্যকে ধরে রাখতে চলনবিল-অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর নৌকাবাইচ।
৩ মিনিট আগেবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত উদীচী কেন্দ্রীয় সংসদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
৩৩ মিনিট আগেপাওনা টাকা নিয়ে ভাই-ভাইয়ের দ্বন্দ্বের জেরে মারামারিতে এক পরিবারের চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফেনী জেনারেল হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন আপন ভাই ও একজন চাচাতো ভাই।
৩৮ মিনিট আগে