বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। তার চিকিৎসার খরচ জোগাতে বাবাকে রিকশা ও গরু বিক্রি করতে হয়েছিল।
হৃদয় বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক মো. আনসার হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় ঢাকায় থেকে দিনমজুরের কাজ করত। ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে সে ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তার মাথায় তিনটি গুলি লাগে।
আওয়ামী লীগ সরকারের সময় হৃদয়কে গোপনে চিকিৎসা দেওয়া হয়। ৫ আগস্ট সরকারের পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও অবস্থার অবনতির আশঙ্কায় একটি গুলি বের করতে পারেননি। ফলে পুরোপুরি সুস্থ হয়নি হৃদয়। বিভিন্ন সময়ে সে অস্থির হয়ে পড়ত, প্রচণ্ড জ্বর উঠত। গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের সম্বল রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। মাথার তিনটা গুলির দুইটা বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। আরেকটা গুলি বের করা সম্ভব হয়নি। দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে থাকত।’
হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। ওর মাথার ভেতরে একটা গুলি ছিল। ওটা বের করতে পারেননি চিকিৎসকেরা। এতে ওর প্রচুর ব্যথা হতো এবং মাঝে মাঝে তীব্র জ্বর উঠত। কোনো সংগঠন বা ব্যক্তি আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমরা আমার ভাইকে হারিয়েছি।’
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘হৃদয়কে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলি। পরিবার সময়মতো বরিশালে নিতে পারেনি। বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।’
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। তার চিকিৎসার খরচ জোগাতে বাবাকে রিকশা ও গরু বিক্রি করতে হয়েছিল।
হৃদয় বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক মো. আনসার হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় ঢাকায় থেকে দিনমজুরের কাজ করত। ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে সে ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তার মাথায় তিনটি গুলি লাগে।
আওয়ামী লীগ সরকারের সময় হৃদয়কে গোপনে চিকিৎসা দেওয়া হয়। ৫ আগস্ট সরকারের পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও অবস্থার অবনতির আশঙ্কায় একটি গুলি বের করতে পারেননি। ফলে পুরোপুরি সুস্থ হয়নি হৃদয়। বিভিন্ন সময়ে সে অস্থির হয়ে পড়ত, প্রচণ্ড জ্বর উঠত। গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের সম্বল রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। মাথার তিনটা গুলির দুইটা বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। আরেকটা গুলি বের করা সম্ভব হয়নি। দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে থাকত।’
হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। ওর মাথার ভেতরে একটা গুলি ছিল। ওটা বের করতে পারেননি চিকিৎসকেরা। এতে ওর প্রচুর ব্যথা হতো এবং মাঝে মাঝে তীব্র জ্বর উঠত। কোনো সংগঠন বা ব্যক্তি আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমরা আমার ভাইকে হারিয়েছি।’
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘হৃদয়কে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলি। পরিবার সময়মতো বরিশালে নিতে পারেনি। বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে