Ajker Patrika

টিকিটে ভাড়ার পরিমাণ না লিখে ২০০-৩০০ টাকা বেশি আদায়, জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি  
ঝালকাঠিতে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠিতে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠিতে চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।

বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি বাস টার্মিনালে অভিযান চালান সেনাসদস্যরা। অভিযোগের সত্যতা পেয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) মো. ইশতিয়াক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দেন গাড়িটির দায়িত্বে থাকা সুপারভাইজার।

গাড়িতে থাকা একাধিক যাত্রী জানান, তাঁদের টিকিট সরবরাহ করা হলেও তাতে কোথাও কোনো ভাড়া উল্লেখ করা নেই। মঠবাড়িয়া থেকে ঢাকার ভাড়া ৯০০ টাকা হলেও ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি নেওয়া হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা যাত্রী মকবুল হোসেন জানান, আজ শনিবার সকালে কর্মস্থলে যোগদান করতে হবে। তাই তিনি বাধ্য হয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা বাড়তি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ নিয়ে কথা হলে সাকুরা পরিবহনের ঝালকাঠি কাউন্টারের ইনচার্জ মো. কামাল মল্লিক বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ছাড়া ঝালকাঠি থেকে কখনো কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি। যে ঘটনা ঘটেছে, তা মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিদের কারণে হয়েছে।’

এ বিষয়ে সহকারী কমিশনার ইশতিয়াক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সড়ক পরিবহন আইনে সাকুরা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত