Ajker Patrika

মুলাদীতে আ. লীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে আ. লীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বরিশালের মুলাদী উপজেলার আওয়ামী লীগ নেতা রুবেল শাহ হত্যা মামলার পলাতক আসামি আরিফ আকনকে (৩০) গ্রেপ্তার করছেন পুলিশ ও র‍্যাব। 

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁকে মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কে এম মফিজুর রহমান। 

আরিফ উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মৃত মান্নান আকনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ আকন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের সেকান্দার শাহের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল শাহকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় গত ৯ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী নারগিস বেগম বাদী হয়ে ফারুক হাওলাদার, লোকমান সরদারসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আরিফ আকন ১১ নম্বর আসামি। 

মুলাদী থানার উপপরিদর্শক কে এম মফিজুর রহমান বলেন, হত্যার ঘটনার পরে আরিফ ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ এর নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গ্রেপ্তার আরিফকে আজ সকালে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত