Ajker Patrika

কাঠালিয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
কাঠালিয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির কাঠালিয়ায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কলেজছাত্র মো. হৃদয় হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বটতলা বাজারসংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে অংশ নেন হৃদয়ের বাবা-মা, আত্মীয়স্বজন, সহপাঠী, এলাকাবাসী ও বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের (আসক) কেন্দ্রীয় কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন হৃদয়ের বাবা আব্দুল কুদ্দুস, মা ফজিলাতুন্নেছা, চাচা মো. এনায়েত হোসেন, বটতলা বাজার কমিটির সভাপতি মো. রনি সিকদার, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফয়সাল আহম্মেদ মিঠু সিকদার, মো. মাহমুদুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য মলিনা রানী, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. কবির মিয়া, আসকের ভাইস চেয়ারম্যান মো. আনিছুর রহমান, পরিচালক মো. মোতালেব খান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাইয়ুম হোসেন প্রমুখ। 

কলেজছাত্র হৃদয় হত্যার বিচার দাবিতে মানববন্ধনমানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, ‘পুলিশ দীর্ঘ দিনেও আসামি শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি। এ অবস্থায় আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছি।’ এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

গত বছরের ২৩ ডিসেম্বর উপজেলার আমুয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র হৃদয়ের লাশ আনইলবুনিয়া গ্রামের নিজ বাড়ির সামনের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পা মাটিতে লেগে ছিল। পরে কাঠালিয়া থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হওয়ার পর দীর্ঘ দুই মাসেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত