Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে বরিশাল বাস টার্মিনালের নেতৃত্ব হারালেন শ্রমিক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
চাঁদাবাজির অভিযোগে বরিশাল বাস টার্মিনালের নেতৃত্ব হারালেন শ্রমিক লীগ নেতা

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এসেছে। আজ রোববার বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পরিবর্তে যুবলীগের কেন্দ্রীয় সদস্য অসীম দেওয়ানকে সভাপতি করা হয়। 

তিনি নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর অনুসারী। বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজির অভিযোগে আফতাবকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

কয়েক দিন ধরে টার্মিনাল এলাকায় নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন চলছিল। আজ মালিক সমিতির সভায় সভাপতি আফতাব হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানানো হয়। একই সভায় অসীম দেওয়ানকে সভাপতি মনোনীত করা হয়েছে। 

বিদায়ী সভাপতি আফতাব হোসেন মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি। সিটি নির্বাচনের প্রচার চলাকালে গত ২০ মে বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ গ্রুপকে হটিয়ে আফতাব হোসেন টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। 

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহায় নবনির্বাচিত মেয়রের নাম ভাঙিয়ে প্রতিটি বাস থেকে ৪০০ টাকা করে চাঁদা তোলেন আফতাব হোসেন। এ নিয়ে শ্রম আদালতে মামলাও হয়েছে। এতে ক্ষুব্ধ হন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের। এরপর থেকে আফতাব হোসেনকে অপসারণের তৎপরতা শুরু হয়। 

সভাপতি পদে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, আফতাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নবনির্বাচিত মেয়রের নেতৃত্ব অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে মালিকেরা অনাস্থা দেন। পরে যুবলীগ নেতা অসীম দেওয়ানকে সভাপতি করা হয়েছে। 

অসীম দেওয়ান বাস মালিক গ্রুপের সভাপতি হওয়ার বিষয়ে কথা বলতে রাজি হননি। 

আফতাব হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত